Header Ads

উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ দূর্নীতির বিরুদ্ধে SSC অফিস অভিযান, ধর্ণা কর্মসুচী।

নজরবন্দি ব্যুরো: 'শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের' আহ্বানে উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ দূর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার বজায় রেখে এবং দ্রুত নিয়োগের দাবীতে মিছিল হয় গতকাল।এই মিছিলে জঙ্গলমহলের যোগ্য বঞ্চিত আদিবাসী চাকরীপ্রার্থীরা পা মেলান। করুনাময়ী থেকে SSC অফিস পর্যন্ত এই মিছিল হয়৷ পরে SSC অফিসের ১০০ মিটার দূরে ধর্ণা কর্মসুচী চলে৷ প্রতিবাদীদের অভিযোগ, এই গণতান্ত্রিক আন্দোলনকে প্রথম থেকে পুলিশ প্রশাসন বাধা দিয়ে আসছে। আন্দোলনের অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন৷ পরে কলকাতা হাইকোর্ট মামলা গ্রহণ করে। এই মামলায় বিচারপতি মামলা গ্রহণ করে মাত্র ১ দিনে আন্দোলনের অনুমতি দেয়৷ মামলাকারিদের দাবি, আমরা ১০ দিনের জন্য লাগাতার ধর্ণা কর্মসুচীর অনুমতি চাই আদালতের কাছ থেকে৷
 এই মামলার আজ হাইকোর্টে শুনানি আছে৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম অভিযোগ করেন। "মামলার শুনানি চলছে, তা লিখিতভাবে বিধাননগর কমিশনকে জানাই যাতে আমাদের ধর্ণার অনুমতি বাড়ানো হয়৷ কিন্তু পুলিশ তা না করে জোর করে আমাদের তুলে দেয়৷ আমরা চাকরীপ্রার্থিদের ভবিষ্যতের কথা চিন্তা করে আর আইন মেনে আজ ধর্ণা সাময়িকভাবে তুলে নিয়েছি। কিন্তু আমাদের আন্দোলনকারী চাকরীপ্রার্থীরা কলকাতায় বিভিন্ন জায়গায় রয়েছে। শিয়ালদহ, হাওড়া, মৌলালির বিভিন্ন জায়গাতে তারা অপেক্ষমান। আজ হাইকোর্টের নির্দেশ নিয়ে আবার ধর্ণা -অনশন শুরু হবে যতক্ষন পর্যন্ত দাবী আদায় না হবে৷ আজ কমিশন ও প্রশাসনের একটা অংশ বিভিন্নভাবে কিছু চাকরীপ্রার্থীকে ঘুরপথে সেটিং করছিল আন্দোলনকে ভুলপথে পরিচালিত করার জন্য৷ কিন্তু আমরা তা আটকে দিয়েছি৷ আমরা ঐক্যবদ্ধ আমাদের দাবী আন্দোলনের মাধ্যমেই আদায় করবই৷"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.