Header Ads

এনপিআর নিয়ে বাংলা ও কেরলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে আগ্রহী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের এনপিআরকেও বুড়ো আঙুল দেখাল বাংলা। এক যোগে বাংলা ও কেরল এনপিআর না মানার হুশিয়ারি দিয়ে আওয়াজ তুলেছে। আগেই একাধিক রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। তার মাঝেই কেন্দ্র সরকার এনপিআর করার উদ্যোগ নেয়। কিন্তু সেই এনপিআর নিয়েও একাধিক রাজ্য বিরোধিতা করায় এবার অন্য পথে হাঁটতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন অমিত শাহ আলোচনা করতে চান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও। প্রসঙ্গত উল্লেখ্য নাগরিকত্ব ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের জেরে কিছুটা ব্যাকফুটে কেন্দ্র।
তারপর এনপিআর করার কথাও ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কিন্তু এনপিআর নিয়েও বাংলা ও কেরল রাজ্য সরকারের তুমুল বিরোধীতায় কেন্দ্র আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে চাইছে। আর সেজন্যই দু রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করতে আগ্রহী বলে সূত্রের খবর। সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এনপিআর শুধুমাত্র নাগরিকদের ডাটাবেস। সেটার কাজ আগেই শুরু হয়েছিল। কিন্তু সিএএ নিয়ে পরিস্থিতি উত্তাল থাকায় কাজ বন্ধ ছিল। কিন্তু কাজ শুরু করার পথে বাংলা ও কেরল বেঁকে বসায় জটিলতা আরও বাড়ল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.