Header Ads

"ধর্মীয় ভাবাবেগে আঘাত", FIR করা হলো ফারহা,রবিনা ও ভারতির বিরুদ্ধে।

নজরবন্দি ব্যুরোঃ FIR দায়ের হলো পরিচালক ফারহা খান, অভিনেত্রী রবিনা টন্ডন, এবং কমেডিয়ান ভারতী সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ ওঠে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার। সম্প্রতি একটি জনপ্রিয় কমিডি শো তে উপস্থিত ছিলেন ফারহা খান, রবিনা টন্ডন, ও ভারতী সিং। ২৫ ডিসেম্বরের উপলক্ষে আয়োজিত হয়েছিল একটি বিশেষ পর্ব। তাদের ওপর অভিযোগ ওঠে তারা এই শো চলাকালীন একাধিক বার খ্রীষ্টধর্ম শব্দটি ব্যবহার করে কমেডি করেছেন। আর সেখানেই আপত্তি সংশ্লিষ্ট ধর্মাবলম্বী মানুষদের। তাদের মতে, কি করে একটি শো এর মাধ্যমে কোন ধর্মকে হাসির কারণ বানানো যায় দর্শদের সামনে? কেন এমন করা হবে?
 এই অভিযোগের অপর ভিত্তি করেই পাঞ্জাবের অমৃতসরের এক থানায় এই তিন জনপ্রিয় ব্যক্তিদের অপরে লিখিত অভিযোগ করা হয়। সূত্রের খবর অনুযায়ী, খ্রীষ্টধর্মাবলম্বী মানুষরা এর বিরুদ্ধে অঞ্জালায় মিছিল করেন। প্রথম দিকে শুধু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু অভিযোগের অপর ভিত্তি করে এবং অঞ্জালার বিক্ষোভ মিছিল হওয়ার পরে আমৃতসর পুলিশ কমেডি শো এর ভিডিও ফুটেজ দেখে, তারপরই ফারহা, রবিনা এবং ভারতির বিরুদ্ধে FIR করা হয়। প্রথম দিকে এই ঘটনাকে গুজব মনে হলেও পরবর্তী সময় এটি সত্য ঘটনা প্রমাণিত হয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.