Header Ads

পাল্টি খেলেন দিলীপ ঘোষ, 'বাংলায় এখনই এনআরসি নয়।'

নজরবন্দি ব্যুরো : এনআরসি নিয়ে যখন পুরো রাজ্য উত্তাল হওয়া সত্ত্বেও বিজেপি তাদের সিদ্ধান্তে অনড়। ঠিক সেই সময়, হঠাৎই এনআরসি নিয়ে পাল্টি খেলেন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। বুধবার রাজ্য বিজেপি সভাপতি বলেন 'এনআরসি ভবিষ্যতের বিষয়।' তার বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি এখনই বাংলায় এনআরসি চাইছে না। কিন্তু ঠিক এক বছর আগে দীলিপবাবুর বক্তব্য ছিল 'বাংলায় এনআরসি অনিবার্য। ' রাজনৈতিক মহল দিলীপ ঘোষের বক্তব্য থেকে মনে করেন, এনআরসি বিষয়টি কংগ্রেস ও রাজীব গান্ধীর সাথে যুক্ত করতে চাইছে বিজেপি। এবং নিজেদেরকে যতটা সম্ভব এনআরসি বিষয়টি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন।
কিন্তু বরাবরই এনআরসি এর পক্ষে ছিলেন দিলীপ ঘোষ। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'সারাদেশে এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি।' অমিত শাহের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই দিলীপ তার স্থান পরিবর্তন করেছেন। এনআরসি এর বাস্তবতা সম্পর্কে জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, "কখন হবে, কিভাবে হবে তা ভবিষ্যতের বিষয়। " জলপাইগুড়িতে সাংবাদিকদের তিনি জানান, "সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে অসমে এনআরসি কার্যকর করা হয়েছিল। রাজীব গান্ধী চুক্তি করেছিলেন যে তারা এনআরসি করবেন। বিজেপি এই চুক্তি করেনি। বিজেপি এটি নিয়ে আদালতে যায়। আদালতের নির্দেশে এটি কার্যকর করা হয়েছিল। " বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ আরও বলেন,"যদি দেশব্যাপী এনআরসির প্রয়োজন হয়, কেন্দ্রীয় সরকার এ বিষয়ে চিন্তা-ভাবনা করবে।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.