Header Ads

বৃহন্নলাদের জন্য এই প্রথম বিশ্ববিদ্যালয় উত্তরপ্রদেশে অর্থাৎ যোগীর রাজ্যেই।

নজরবন্দি ব্যুরো : গোটা ভারতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য এখনো পর্যন্ত কোনো পৃথক বিশ্ববিদ্যালয় নেই। এই প্রথম যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে বৃহন্নলা সম্প্রদায়ের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়। এর আগে বৃহন্নলা সমাজের তরফ থেকে তারা আবেদন করেছিল বিভিন্ন ফ্রম, আবেদনপত্র থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের আলাদা লিঙ্গের সমানাধিকারের জন্য। সেই আবেদন নিয়ে প্রশাসন বৈঠক করে, এবং সরকারের সমস্ত বিভাগ থেকে এই প্রস্তাবে সম্মতি জানায় বলে জানিয়েছেন চণ্ডীগড়ের অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজীব গুপ্তা। তারপরই এই বৃহন্নলাদের জন্য অভিনব নিয়ম করে নজির গড়ে চন্ডিগড়।
তৃতীয় লিঙ্গের মানুষ নামের আগে এম এক্স (Mx.) লিখতে পারবেন। যার ফলে Mr., Ms., Mrs. এর পরে এবার Mx. সমানাধিকারের সঙ্গে লেখা যাবে। এবার তৃতীয় লিঙ্গের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়ের পালা। অখিল ভারতীয় কিন্নর শিক্ষা সেবা ট্রাস্টের সভাপতি ডক্টর কৃষ্ণমোহন মিশ্রা বুধবার অর্থাৎ কাল জানান, ' খুশি নগরে তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের এই বিশ্ববিদ্যালয়। খুব শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে। এই বিশ্ববিদ্যালয়ে বৃহন্নলা জনগোষ্ঠীর ছেলেমেয়েরা ক্লাস ওয়ান থেকে স্নাতকোত্তর পর্যন্ত পঠন-পাঠনের সুবিধা পাবে। এরপরেও কেউ পড়তে চাইলে এই বিশ্ববিদ্যালয় থেকে রিচার্জ করে তিনি পিএইচডি করতে পারবেন।'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.