Header Ads

১০৬ দিন পর জামিনে মুক্তি,প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের।

নজরবন্দি ব্যুরো: আই এন এক্স দুর্নীতি মামলায় অবশেষে স্বস্তিতে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়েছিলেন। এবার ঈদের মামলাতেও জামিন পেয়ে গেলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী।সভাপতি স্বস্তির হাওয়া কংগ্রেস শিবির জুড়ে। জামিন পেলেও কিছু শর্ত আরোপ করা হয়েছে। সুপ্রিম কোর্ট জামিন মামলায় স্পষ্ট করে দিয়েছে, কোনভাবেই তথ্যের বিকৃতি করা যাবে না। মামলায় অন্তর্ভুক্ত সাক্ষীদের প্রভাবিত করা যাবেনা। সংবাদমাধ্যমে মুখ খোলা যাবে না। সঙ্গে বিদেশযাত্রার আগে আদালতের অনুমতি নিতে হবে। ১০৬ দিন ধরে দিল্লির তিহার জেলে বন্দি দশা কেটেছে পি চিদম্বরমের।
 জেলে বসেই জামিনের আবেদন রেখেছিলেন আজা ঠিক আছে প্রাক্তন অর্থমন্ত্রী। কিন্তু ইডির তরফে জামিন মামলায় জোর সওয়াল করা হয়েছিল, পি চিদম্বরম একজন প্রভাবশালী ব্যক্তি, তাই বাইরে বেরিয়ে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা প্রবল হবে। শেষমেষ জামিন মামলায় দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিন মঞ্জুর করেছে। সম্ভবত বুধবারই জেল থেকে ছাড়া পেতে পারেন চিদম্বরম। গত ২১ আগস্ট থেকে চিদম্বরম আইএনএক্স দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে বন্দী ছিলেন। ২২ অক্টোবর ইডির মামলাতে হেফাজত হয় পি চিদম্বরমের। চিদম্বরমের জামিন মামলায় সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ, সম্পূর্ণ সহযোগিতা করছেন তদন্তে অভিযুক্ত পি চিদম্বরম, তার প্রমাণ রয়েছে। তাই জামিনের নির্দেশ। জামিন নির্দেশে বলা হয়েছে, তদন্তের স্বার্থে যখনই তদন্তকারীরা পি চিদাম্বরমকে তলব করবে মুখোমুখি হতে হবে পি চিদাম্বরমকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.