Header Ads

ভোট না হওয়ায় ১৩ মাস ধরে ডায়মন্ড হারবার পুরসভা চালাচ্ছে প্রশাসক

নজরবন্দি ব্যুরোঃ ডায়মন্ড হারবার পুরসভায় নির্বাচিত বোর্ড না থাকায় ১৩ মাস ধরে পুরসভা চালাচ্ছেন প্রশাসক তথা ডায়মন্ড হারবারের মহকুমা শাসক। নির্বাচিত বোর্ড গঠন না হওয়ায় বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের। তাঁদের দাবি, এলাকার সমস্যা নিয়ে সরাসরি প্রশাসকের কাছে পৌঁছান সম্ভব হয় না। আগে যে কোন সমস্যায় ওয়ার্ডের বাসিন্দারা সরাসরি কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতেন। আর তাতেই মিলত সুরাহা। ভোট না হওয়ার ফলে সমস্যা যে হচ্ছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন বিদায়ী চেয়ারম্যান তথা তৃণমূল নেত্রী মীরা হালদার। বিষয়টি নিয়ে তিনি বলেন “ওয়ার্ডের বাসিন্দাদের সমস্যা হলেও তাঁরা এখনও আমাদের কাছে আসেন।
নির্বাচিত বোর্ড না থাকলেও বাসিন্দাদের আপদে-বিপদে বিদায়ী কাউন্সিলররাই ভরসা। যতটা সম্ভব চেষ্টা করি সাহায্য করতে।’’ তবে প্রশাসকের বক্তব্য আগের থেকে অনেক পরিচ্ছন্ন রয়েছে শহর। যানজটও অনেকখানি কমানোসম্ভব হয়েছে। পুরসভায় খোলা হয়েছে একটি অভিযোগ বিভাগ। যেকোনো অভিযোগ বা সমস্যা থাকলে পুরসভায় জানালে তৎক্ষণাৎ সমস্যা সমাধানের চেষ্টাও করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, পুরসভার তৃণমূল বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর পুরভোট না হওয়ায় টানা ১৩ মাস পুরসভা চালাচ্ছেন প্রশাসক। এই পুরসভায় ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৪টি তৃণমূলের, বিজেপি ও সিপিএমের দখলে ছিল একটি করে ওয়ার্ড। লোকসভা ভোটের নিরিখে ১২টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। মাত্র চারটিতে এগিয়ে তৃণমূল। এখনও পর্যন্ত ভোট না হওয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। দ্রুত ভোটের দাবি জানিয়েছে বিরোধীরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.