Header Ads

রেল অবরোধ পূর্ব মেদিনীপুরে বাসুলিয়া স্টেশনে, সকাল থেকেই দুর্ভোগে যাত্রীরা

নজরবন্দি ব্যুরো : নাগরিকত্ব আইন নিয়ে ক্ষোভের বন্যা ফেটে পড়ছে চারিদিকে। সোমবার এই নিয়ে বিক্ষোভ শুরু হয় পূর্ব মেদিনীপুরে। সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের বাসুলিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে রেল অবরোধ শুরু হয়। বিক্ষোভের কারণেই আটকে পড়েছে হলদিয়া লোকাল। কাজে বেরিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ঘটনা স্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রবিবার ও বিক্ষোভের আগুন জ্বলে জেলায় জেলায়। বিক্ষোভের পেছনে মূল কাজ করছে ধর্মীয় বিভাজনের রাজনীতি। স্টেশন - ট্রেন ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এবং ঐ দিন রাতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় পুলিশের গাড়িতে এবং ফাঁড়িতে। এছাড়াও টায়ার পুড়িয়ে চলে পথ অবরোধ। এমনকি ছোড়া পাথরের আঘাতে বেশ কয়েকজন পুলিশ জখম হয়েছেন। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ' খড়্গপুর ডিভিশনে বিভিন্ন স্টেশনে বিক্ষোভের কারণে এখনও পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের।' নাগরিকত্ব আইন নিয়ে এবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর তিন দিন পদযাত্রা করে মিছিল করবেন তিনি রেড রোডে আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত। প্রতিবাদের পাশাপাশি শান্তিরক্ষার আবেদন ও করবেন তিনি মিছিলে। মুখ্যমন্ত্রী আগেই হুঁশিয়ারি দিয়েছেন 'নাগরিক আইনের প্রতিবাদ হোক কিন্তু এভাবে তাণ্ডব চালিয়ে নয়।' কিন্তু তবুও এখনও পর্যন্ত বিক্ষোভে পুরোপুরি রাশ টানা যায়নি। আজ গণজাগরণকে ডাক দিয়ে রাস্তায় নামছেন তিনি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.