Header Ads

এনআরসিতে কোন নাগরিকের ক্ষতি হবে না, টুইটে বার্তা মোদীর

নজরবন্দি ব্যুরোঃ এনআরসি ও ক্যাব বিরোধী আন্দোলনে পুড়ছে গোটা দেশ। বিক্ষোভের জেরে লণ্ডভণ্ড গোটা বাংলা। রীতিমত আতঙ্কে দিন কাটাচ্ছে দেশের সাধারণ জনগন। এই উত্তপ্ত পরিস্থিতিতে টুইটারে দেশের নাগরিকদের আশ্বস্ত করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী।সোমবার দুপুরে ওই টুইট বার্তায় মোদী বলেন "উদ্বেগের কোন কারণ নেই। যে ধর্মের মানুষ হোননা কেন নাগরিকত্ব আইন কোনও নাগরিকের ক্ষতি করবেই না।" মোদীর এদিনের টুইট ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা।
মোদী টুইটে আরও বলেন বহু বছর ধরে যে মানুষগুলো দেশের বাইরে নিপীড়নের শিকার, তাঁদের সাহায্যের জন্যই এই আইন”। বিক্ষোভ প্রতিবাদ চলছে সারা দেশে। দেশের একাধিক জায়গায় প্রতিবাদে নামেন বিশ্বদ্যালয়ের পড়ুয়ারা। রবিবার দিল্লির জামিয়া মিলিয়াতের বিক্ষোভ চলাকালীন লাঠি চালানোর অভিযোগ ওঠে পলিশের বিরুদ্ধে। এই উত্তাল পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর টুইট বার্তা কতটা কাজে দেয়, সেটাই এখন দেখার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.