Header Ads

বিজেপিকে ভীরু বলে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর।

নজরবন্দি ব্যুরোঃ CAA ও CAB নিয়ে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও পুলিশকে তোপ ও হুশিয়ারি প্রিয়াঙ্কা গান্ধীর। CAA – এর বিরুদ্ধে দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে তার ফলে তাদের উপরে চড়াও হয় পুলিশ।অনুমতি না থাকা সত্তেও পুলিশের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ এবং ছাত্রছাত্রীদের মারধোর করার ঘটনায় বিজেপি সরকারে বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বিজেপি সরকার কে ‘ভীরু’ বলেছেন। প্রিয়াঙ্কা বলেন, ‘এই ভাবে কখন যুবশক্তিকে আটকান যায়না। যুবশক্তির কণ্ঠ রোধ করা সহজ নয়। এই রকম আচরনে সরকার বুঝিয়ে দিচ্ছে যে তারা জনগনের স্বরকে ভয় পেয়েছে। এই সময় সরকারের উচিত মানুষেরে কথা শোনা ও তাদের পাশে থাকা। সরকার তা না করে দেশের সাধারন মানুষের, ছাত্রছাত্রীদের, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে।'
 শুধু প্রিয়াঙ্কা নয় কংগ্রেস নেতা শশী থারুরও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল গুলিতে । ছাত্রছাত্রীদের উপরে পুলিশি হামলার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে আরও বেশি উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা সালমান খুরশিদ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। কাল মঙ্গলবার এই মামলার শুনানি হবে।জামিয়ার ছাত্রছাত্রিরা জানায় , ‘ অনুমতি না থাকা সত্তেও পুলিশ জোর করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে, তাদের উপর লাঠি চালায়, গুলিও চালায়।’ দিল্লি পুলিশের ডিসিপি পুলিশের বিরুদ্ধে উঠে আসা এই অভিযোগকে অস্বীকার করেছেন। ডিসিপি এই ঘটনাকে সম্পুর্ন রটানো ঘটনা বলেছেন। জামিয়ার উপাচার্জ এই পরিস্থিতিতে ছাত্রিদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.