Header Ads

কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

নজরবন্দি ব্যুরোঃ এনআরসি এবং ক্যাব নিয়ে কেন সরব হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী! এই বিষয়য়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন সরজিত্ রায়চৌধুরী। একজন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের বিরুদ্ধে নাগরিকদের খেপিয়ে তুলছেন বলেও অভিযোগ করেন আইনজীবী সরজিৎ। তাঁর দাবি কেন্দ্র ও রাজ্য সরকারের এই বিপরীত মেরুর অবস্থার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। বর্তমানে বাংলার এই পরিস্থিতির জন্য কাঠগড়ায় তুলেছন রাজ্য সরকারকে।

 বিষয়টি নিয়ে দ্রুত আদালতের হস্তক্ষেপের আবেদন জানান ওই আইনজীবী। মামলা দায়ের হওয়া মামলার শুনানি আজকেই হতে পারে বলে আদালত সূত্রে খবর। এমনকি এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে রাজ্য সরকার কিভাবে ব্যানার লাগিয়ে বিজ্ঞাপন দিতে পারে তা নিয়েও সরব হয়েছেন ওই আইনজীবী। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার থেকে অদ্যাবধি আন্দোলনে পুড়ছে বাংলা। আর ব্যাপক গণআন্দোলন গড়ে তুলে ক্যাব ও এনআরসির বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন আইনজীবীর দায়ের করা জনস্বার্থ মামলায় আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল। পাল্টা আন্দোলন জারি রাখার হুশিয়ারি দিয়েছে তৃণমূল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.