লঙ মার্চ বামসংগঠনের, চিত্তরঞ্জন থেকে কলকাতা ২৮৩ কিলোমিটার ঐতিহাসিক পদ যাত্রা
নজরবন্দি ব্যুরো : ৩০ শে নভেম্বর ২০১৯ পশ্চিম বর্ধমান, আসানসোল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জি এম অফিসের সামনে থেকে সকাল ৯ টায় শুরু হয়ে ১১ ডিসেম্বর দুপুরে কলকাতায় শেষ হবে এই কর্মসূচি। মূলত ২৮৩ কিলোমিটার পদ যাত্রা, ১২ দিন ধরে চলবে লঙ মার্চ। মূলত এই মিছিল ৩০ শে নভেম্বর চিত্তরঞ্জন থেকে শুরু হয়ে আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুর, পানাগড়, গলসি বাজার, বর্ধমান, মেমোরি, পান্ডুয়া, বাঁশবেরিয়া, চাঁপদানি, বালি হয়ে ১১ ডিসেম্বর হাওড়া স্টেশন। ১১ ডিসেম্বর ১২ টায় হাওড়া ব্রিজ দিয়ে হাজার হাজার পদ যাত্রী যোগদান করবেন। এছাড়াও ২৯ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন জেলা থেকে যথা - বাঁকুড়া জেলার জমায়েত ৩ ডিসেম্বরে দুর্গাপুর স্টেশনে, বীরভূমের জমায়েত ৩ ডিসেম্বরে পানাগড় ডাক বাংলোর মোড়ে মূল পদ যাত্রায় মিলিত হবে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের জমায়েত ও পশ্চিম মেদিনীপুরের জমায়েত ৭ ডিসেম্বর কোলাঘাটে এসে পৌঁছবে। ঝাড়গ্রাম জমায়েত ৫ ডিসেম্বর খড়্গপুর সাজাতপুর শিল্পাঞ্চলে যুক্ত হবে।
মুর্শিদাবাদের জমায়েত ১১ ডিসেম্বর শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা কেন্দ্রীয় পদযাত্রায় যুক্ত হবেন। নদীয়া জেলা ৮ ডিসেম্বর কাঁচড়াপাড়া বাঘ মোড়ে, উত্তর ২৪ পরগনা জেলা দুটি জমায়েত ব্লক ভিত্তিক ও দক্ষিণ ২৪ পরগনার জমায়েত ১১ ডিসেম্বর সুকান্ত সেতু থেকে কলকাতার সভাস্থলে যাবে। এছাড়া জেলায় ৪ টি পদ যাত্রা সমস্ত ব্লক ও অঞ্চল জুড়ে এই পদ যাত্রাগুলি অনুষ্ঠিত হবে। এই জমায়েতগুলি মূল পদ যাত্রায় যুক্ত হয়ে ১১ ডিসেম্বর সকালে ১১ টায় শিয়ালদহ স্টেশনে জমায়েত করে ১২ টায় মিছিল শুরু করবে। উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ জেলার যুক্ত মিছিল শিয়ালদহ স্টেশন থেকে মূল সভাস্থল ভিক্টোরিয়া হাউসের সামনে পৌঁছবে। ' রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাও, কাজ ও মজুরি বাঁচাও, ছাঁটাই রোধ করো, নতুন শিল্প চাই, কাজ চাই, কম খরচে শিক্ষা চাই, এন আর সি মানছি না। রাজ্য বাঁচাও, দেশ বাঁচাও' - দাবীগুলিতে নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী নীতিগুলিকে পরাস্ত করতে বামসংগঠনের এই লঙ মার্চ পদ যাত্রা কর্মসূচি।
মুর্শিদাবাদের জমায়েত ১১ ডিসেম্বর শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা কেন্দ্রীয় পদযাত্রায় যুক্ত হবেন। নদীয়া জেলা ৮ ডিসেম্বর কাঁচড়াপাড়া বাঘ মোড়ে, উত্তর ২৪ পরগনা জেলা দুটি জমায়েত ব্লক ভিত্তিক ও দক্ষিণ ২৪ পরগনার জমায়েত ১১ ডিসেম্বর সুকান্ত সেতু থেকে কলকাতার সভাস্থলে যাবে। এছাড়া জেলায় ৪ টি পদ যাত্রা সমস্ত ব্লক ও অঞ্চল জুড়ে এই পদ যাত্রাগুলি অনুষ্ঠিত হবে। এই জমায়েতগুলি মূল পদ যাত্রায় যুক্ত হয়ে ১১ ডিসেম্বর সকালে ১১ টায় শিয়ালদহ স্টেশনে জমায়েত করে ১২ টায় মিছিল শুরু করবে। উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ জেলার যুক্ত মিছিল শিয়ালদহ স্টেশন থেকে মূল সভাস্থল ভিক্টোরিয়া হাউসের সামনে পৌঁছবে। ' রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাও, কাজ ও মজুরি বাঁচাও, ছাঁটাই রোধ করো, নতুন শিল্প চাই, কাজ চাই, কম খরচে শিক্ষা চাই, এন আর সি মানছি না। রাজ্য বাঁচাও, দেশ বাঁচাও' - দাবীগুলিতে নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী নীতিগুলিকে পরাস্ত করতে বামসংগঠনের এই লঙ মার্চ পদ যাত্রা কর্মসূচি।
কোন মন্তব্য নেই