Header Ads

সব জল্পনা উড়িয়ে ৩ বছরের জন্য ভারতীয় ক্রিকেট মসনদে বাংলার দাদা। মেনে নিল বোর্ড।

নজরবন্দি ব্যুরোঃ সব জল্পনা উড়িয়ে ৩ বছরের জন্য ভারতীয় ক্রিকেটের বোর্ড সভাপতি থাকছেন সৌরভ। গত কাল রবিবার মুম্বাইএ ৩ বছর পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সভার বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে দাদা আগামী তিন বছর ভারতীও ক্রিকেটের মাথার উপর থাকবেন। কিন্তু শুধু বোর্ডের অনুমোদন থাকলেই চলবে না, লাগবে সুপ্রিম কোর্টের নির্দেশ।
 সুপ্রিম কোর্ট অনুমোদিত বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনও প্রশাসক যদি বোর্ড বা রাজ্য সংস্থায় তিন বছর করে দু'বার  কোনও পদে থাকেন, তা হলে তাঁকে বাধ্যতামূলক ভাবে তিন বছর 'কুলিং অফ'-এ যেতে। এদিনের সভায় এই নিয়মের পরিবর্তন আনার পক্ষেই রায় দেন সবাই। তাই খুব তাড়াতাড়ি বোর্ড সুপ্রিম কোর্টে আবেদন করবে। প্রসঙ্গত সবাই একটা কথা স্বীকার করেছেন যে মাত্র ১০ মাস দায়িত্ব নিয়ে ঠিকমতো সব পরিকল্পনা রূপায়ণ করা সম্ভব নয়। অন্তত তিন বছরের দায়িত্ব তাঁদের পাওয়া উচিত। এই ব্যাপারে সৌরভের উপরেই ভরসা দেখাচ্ছেন সবাই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.