বুলবুলের পর সুন্দরবনে সক্রিয় কাঠ পাচার চক্র।
নজরবন্দি ব্যুরোঃ বুলবুল ঝড়ের দাপটে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ভেঙে পড়ে প্রচুর গাছ। পরে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা এলাকায় উপড়ে পড়া সেই সব গাছ কাটার কাজ শুরু করে। বেশির ভাগ গাছগুলি স্থানীয় পঞ্চায়েতে মজুত করে রাখায় নির্দেশ দেয় প্রশাসন। তবে দুর্ভেদ্য সুন্দরবনের জঙ্গলে প্রচুর গাছ ভেঙে পড়েছিল। আর সেই কাঠ পাচারের ধুম লেগেছে সুন্দরবন জুড়ে। এক দল চরাকারবারি বেআইনি ভাবে সুন্দরবনের জঙ্গলে ঢুকে ঝড়ে উপড়ে পড়া গাছ কেটে নৌকোয় করে অবাধে পাচার শুরু করে বলে অভিযোগ।
গোপন সূত্রে পেয়ে শনিবার বিকেলে অভিযানে নামে বনদপ্তরের। এদিন রায়দিঘির রেঞ্জার অনুরাগ চৌধুরী বনকর্মীদের সঙ্গে নিয়ে সুন্দরবনের কলসদ্বীপের কাছে চাবিরখালে অভিযান চালান। বহু চোরাকারবারী বনকর্মীদের তাড়া খেয়ে নৌকো ভর্তি কাঠ ফেলে রেখে জঙ্গলের মধ্যে গা ঢাকা দেয়। ওই সব নৌকো ভর্তি কাঠ বাজেয়াপ্ত করে বন দপ্তর। চোরাকারবারীদের খোঁজে জঙ্গলে তল্লাশি চলছে। বনদপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের সবাইকেই জ্বালানি সংগ্রহ করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। আগামী দিনেও সুন্দরবনের জঙ্গলগুলিতে নজরদারি চালিয়ে যাবে বনদপ্তর।
কোন মন্তব্য নেই