Header Ads

যুব বিশ্বকাপের জন্য ঘোষিত হয়ে গেল ভারতীয় দল।

নজরবন্দি ব্যুরো:রবিবার যুব বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষিত হয়ে গেল। অনূর্ধ্ব ১৯ বিভাগে ২০২০ সালের, জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। রবিবার ছিল দল নির্বাচন। এই দল নির্বাচনী বৈঠকে আমন্ত্রিত হয়েছিলেন জাতীয় ক্রিকেট একাডেমি বা এনসিএ প্রধান কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

প্রসঙ্গত ২০১৮ সালে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে অনূর্ধ্ব ১৯ পৃথ্বী শ এর অধিনায়কত্বে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। ১৫ জনের ভারতীয় স্কোয়াডে অধিনায়ক প্রিয়ম গর্গ। যুব বিশ্বকাপের আসরে ভারত রয়েছে গ্রুপ এ'তে। এই বিভাগে ভারতকে খেলতে হবে শ্রীলংকা, নিউজিল্যান্ড, জাপানের মতন টিমের বিরুদ্ধে। জানুয়ারি ১৭ তারিখ থেকে শুরু হবে যুব বিশ্বকাপ, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.