Header Ads

ভারত সেরা বাংলা, গুজরাটকে হারিয়ে অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়ন জুনেইদ সইফির বাংলা।

নজরবন্দি ব্যুরো: রবিবার দেরাদুনে বাংলা অনূর্ধ্ব ২৩ ক্রিকেট টুর্নামেন্টে গুজরাট কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। বাংলা প্রথম ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে বাংলা তোলে ২৫৭ রান, ৮ উইকেটের বিনিময়। ওপেনার সুদীপ ঘরামী ৫১, আর রণোজোৎ সিং করেন ৫২ রান। আর বাংলা অধিনায়ক কাজি জুনেইদ সইফি করেন ৪৫ রান। বাংলার লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাত শুরুটা ভালই করেছিল। উর্ভিল প্যাটেল ৭৬ রান করেন। কোন উইকেট না খুইয়ে ১০৭রান তোলে গুজরাত। ঠিক সেই সময় বাংলার ঈশান পোড়েলের দুরন্ত স্পেল নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘোড়ায়।
 ঈশানের শিকার হন গুজরাতের ওপেনার কাথান প্যাটেল। বিনা উইকেটে যেখানে গুজরাতের স্কোর ছিল ১০৭, ঠিক সেখানেই গুজরাত ১৯৩ রানে অল আউট হয়ে যায়। ৬৪ রানে ম্যাচ জিতে অনূর্ধ্ব ২৩ টুর্ণামেন্টে বাংলা ভারত সেরা হয়ে যায়। ২০১৭ সালের অনূর্ধ্ব ২৩ টুর্ণামেন্টে বাংলা ফাইনালে উঠেছিল।কিন্তু সেবার বাংলা ব্যর্থ হয়। সি কে নাইডু ট্রফির ফাইনাল, ২০১৮, বাংলা চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১৯ সালে এসে বাংলা ভারত সেরা হয়ে দেখিয়ে দিল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.