Header Ads

প্রাথমিক শিক্ষকরা চরম বঞ্চনার শিকার! আবার অনশনে ১৮ জন শিক্ষক। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ আবার আন্দোলনে নামলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। মানুষ গড়ার কারিগরদের প্রতি রাজ্যে চলতি মা মাটি মানুষ সরকারের উন্নাসিকতার প্রতিবাদে পথে নামলেন প্রাথমিক শিক্ষকরা। প্রতীকী অনশন ও অবস্থানে বসেছেন ১৭৫ জন প্রাথমিক শিক্ষক। ৯ দফা দাবী নিয়ে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান ও প্রতিকী অনশনে বসেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। তাঁদের অভিযোগ রাজ্য সরকারের কথার কোন দাম নেই।
প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক দীনবন্ধু বাবু বলেন, পে কমিশন প্রকাশের দু’মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও শিক্ষা দপ্তর থেকে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির কোন নির্দেশিকা জারি হয়নি সরকারি ভাবে। যা রাজ্য সরকারের শিক্ষকদের প্রতি চরম অবহেলার প্রমান।
এদিন শিক্ষা সংসদে অনশনকারী শিক্ষকদের প্রতিনিধিদল ৯ দফা দাবী সহ স্মারকলিপি জমা দেন। দাবীগুলির মধ্যে অন্যতম হল।
১) পেনশান কমিউটেশনের মেয়াদ ১৫ বছরের পরিবর্তে ১০ বছর করা।
২) গ্যাচুইটির উর্দ্ধসীমা ২০ লক্ষ টাকা করা।
৩) কেন্দ্রীয় হারে মহার্ঘ্যভাতা চালু।
উল্লেখ্য প্রাথমিক শিক্ষকদের একাধিক সংগঠন বেতন বঞ্চনার প্রতিবাদে এবং যোগ্যতা অনুযায়ী বেতনের দাবিতে আন্দোলনে নেমেছে। যার মধ্যে অন্যতম হল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাশোসিয়েশনের অনশন। বিকাশ ভবনের অদূরে ১৮ জন শিক্ষক অনশন করেছিলেন টানা ১৫ দিন। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.