Header Ads

বাংলাপক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করল আসাম পুলিশ

নজরবন্দি ব্যুরো: বর্তমানে নাগরিকত্ব সংশোধনী বিল এবং নাগরিক পঞ্জিকরণ নিয়ে উত্তপ্ত অসম। এরমাঝে বাংলাপক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায় মন্তব্য করেন, “আসাম পুলিশ বাঙালি বিদ্বেষী। ” আর যা নিয়ে তৈরি হয় বিতর্ক৷ আসামে বাঙালি বিপদে। আসামে বাংলা ভাষার অধিকার ভূলুন্ঠিত। এমনটাই জানিয়েছেন বাংলা পক্ষর নেতা গর্গ।আসামের বাঙালির হয়ে গলা চড়ানোয় গর্গ চ্যাটার্জীর বিরুদ্ধে এফ আই আর করে আসাম পুলিস।
স্থানীয় পানবাজার থানায় ১৫৩এ, ১৫৩বি, ৩০৫, ৩০৬ ধারায় এফ আই আর দায়ের হয়েছে।পুলিশ সূত্রে খবর শীঘ্রই গ্রেপ্তার করা হবে তাঁকে। আসাম পুলিশের গর্গ চ্যাটার্জীর বিরুদ্ধে এফআইআর ঘিরে বাঙালি চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলা পক্ষ। আগামী দিনে বৃহওর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এফআইআর হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আসাম পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার সংস্কৃতি কর্মীরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.