Header Ads

পদ্ম শিবির ছেরে ঘাস ফুলে যোগদান বাঁকুড়ার বিজেপি নেতা-কর্মীদের।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া ঝড় ওঠে। বলা যায় রাজ্যে বিজেপির উত্থান লোকসভা নির্বাচন থেকেই। বাঁকুড়া জেলার তৃণমূলের নেতা-কর্মীরা ঘাস ফুল শিবির ছেরে পদ্ম ফুল শিবিরে যোগদান করে। কিন্তু, এবার বাঁকুড়ার বিজেপির শিবিরে ভাঙন ধরালো তৃণমূল। রবিবার ওন্দা, রতনপুর ও তালডাংরার সাতমৌলি অঞ্চলের বেশ কিছু নেতা-কর্মীরা বিজেপি ছেরে আবার পুরনো দল তৃণমূলে যোগদেয়। রাজ্যে লোকসভা ইলেকশনে ভালো ফলাফল করার পরে বিষ্ণুপুর মহকুমা এলাকার বেশ কিছু গ্রাম পঞ্চায়েত তৃণমূলের থেকে বিজেপির হাতে চলে যায়। এই পরিস্থিতি কে সামাল দেওয়ার জন্য বাঁকুড়া জেলার সংগঠন কে দুভাগে ভাগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যণার্জী।
 বিধায়ক অরুপ খাঁ কে সরিয়ে দেওয়া হয়। শুভাশিস বটব্যাল ও মন্ত্রী শ্যামল সাঁতরাকে দুই সংগঠনের জেলা সভাপতির দায়িত্ব দেওয় হয়। তৃণমূল সুত্রে খবর, বিজেপির সাংগঠনিক জেলা মোর্চার সহ সভাপতি পিনাকি দাসের নেতৃত্বে ১১ জন এবং ওন্দার সহ আরও ৮ জন বিজেপি ছেরে তৃণমূলে যোগদেন। তাদের মতে তারা সকলেই দলনেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে এসেছেন। অন্যদিকে তালডাংরার সাতমৌলি গ্রাম পঞ্চায়ত এলাকার বিজেপি নেতা ও দলের অন্যতম নেতা জেলা সম্প্রসারক তোতন লায়েকের নেতৃত্বে সুকুমার লায়েক শ্যমাপ্রসাদ মুখার্জীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.