Header Ads

এবার মহিলাদের উপর অত্যাচার নিয়ে মুখ খুললেন শাহরুখ।


নজরবন্দি ব্যুরো : প্রত্যেক মুহূর্তে ঘটে চলেছে মহিলাদের উপর অত্যাচার। গোটা দেশ যখন এই পরিস্থিতি নিয়ে সবর, তখন এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মুখ খুললেন শাহরুখ খান। তিনি বলেন, ' কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে হয়তো মিটু আলোচনা চলেছে, তবে এই মিটু আন্দোলন বহু মহিলাকে নিজের কথা সদর্রপে বলবার সাহস জুগিয়েছে।' বলিউড কিং খান এর দাবি মিটু আন্দোলন নিয়ে ভবিষ্যতেও আলোচনা হবে। কারণ এই আন্দোলন মহিলাদের সাথে দুর্ব্যবহারের বিরোধিতা করেছিল।
এই আন্দোলন দুনিয়ার একটি স্পষ্ট বার্তা দিয়েছে, যে বার্তায় বলা হয়েছে, কোনো মহিলার সাথে খারাপ আচরণ করলে সে ছাড় পাবে না। বলিউড বাদশা আরও বলেন, ' মানুষ এখন সচেতন যে কোনও মহিলার সঙ্গে দুর্ব্যবহার করলে ছেড়ে কথা বলা হবে না।' তার দাবি মহিলা কেন্দ্রিক ছবি যেমন 'দঙ্গল', 'চকদে ইন্ডিয়া' র মতো ছবি ভারতে আরও হওয়া উচিত। তাঁর মতে মিটু আন্দোলন পশ্চিমের দেশে শুরু হলেও তার কার্যকারিতা সবচেয়ে বেশি দেখিয়েছে বলিউড। কাজের জায়গায় মহিলাদের উপর অত্যাচার নিয়ে আন্দোলন একটি নতুন পথ দেখিয়েছে মিটু আন্দোলন। এমনটাই মনে করেন শাহরুখ খান।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.