Header Ads

আবার চোট ঋদ্ধির, করতে হল অস্ত্রোপচার।

নজরবন্দি ব্যুরো: ঐতিহাসিক গোলাপি টেস্টে কিপিং করতে গিয়ে ডানহাতের আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় কিপার ঋদ্ধিমান সাহা। চোট নিয়েই গোলাপি টেস্টে কিপিং করেছেন। এরপর ম্যাচ শেষে এক্স রে করা হয় ঋদ্ধির ডানহাতের আঙুলের। চিড় ধরা পড়ে ডানহাতের আঙুলে। সম্প্রতি মুম্বইতে অস্ত্রোপচার হয়েছে কিপার ঋদ্ধিমান সাহা। বোর্ড সূত্রে খবর, মঙ্গলবার, ঋদ্ধিমান সাহার অস্ত্রোপচার সফল হয়েছে। তবে বিশ্রামে থাকতে হবে ঋদ্ধিকে। চোট সারলে কিপার ঋদ্ধিমান সাহাকে ন্যাশনাল ক্রিকেট আকাদেমি বা এনসিএতে পাঠানো হবে। ঋদ্ধির হাত আর কব্জিকে ম্যাচ ফিট করার জন্য এনসিএতে পাঠানোর সিদ্ধান্ত বিসিসিআর এর। এমএস ধোনির টেস্ট ম্যাচ থেকে অবসর নেওয়ার পর থেকেই ঋদ্ধিমান সাহা ভারতীয় টেস্ট দলের কিপিং এর দায়িত্ব সামলে চলেছেন।
মাঝে ১৮ মাস চোটের কারণেই ভারতে টেস্ট দল থেকে ছিটকে পড়েছিলেন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উইকেটের দুই দিকে ঝাঁপিয়ে পড়ে ঋদ্ধির অবিশ্বাস্য ক্যাচ গ্লাভসবন্দি করার সুবাদে ফের 'সুপারম্যান ঋদ্ধি' নামে জয়ধ্বনি উঠে আসে। কিন্তু ভাগ্যের পরিহাস! ইডেন গার্ডেনের গোলাপি টেস্টে কিপিং এর সময়ে ফের ডানহাতের আঙুলে চোট লেগে গেল। আপাতত ঋদ্ধির অস্ত্রোপচার সফল এমনটাই জানিয়েছে বিসিসিআই। রিকোভারি করে ম্যাচ ফিট করে নিয়ে ফের উইকেটের পিছনে দাঁড়ানোটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ ভারতীয় কিপার ঋদ্ধিমান সাহার কাছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.