Header Ads

ধোনির অবসর নিয়ে সিএসকে জানালো বড় খবর।

নজরবন্দি ব্যুরো: মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস বড় খবর জানিয়ে দিল। যা শুনে ধোনিভক্তরা খুশি হবেনই। সিএসকে জানিয়েছে, ২০২০ সালের আইপিএলে শেষ নয় এমএস ধোনির কাছে, ২০২১ সালের আইপিএলেও খেলবেন মাহি। সূত্র মারফৎ জানা গিয়েছে, ধোনি নিজেই না কি ফ্রাঞ্চাইজি মালিকদের জানিয়েছেন ২০২১ সালের আইপিএলেও তিনি খেলবেন। এদিকে টিম ইন্ডিয়ার হেডকোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, ২০২০ সালের আইপিএল ঠিক করে দেবে ধোনির আন্তজার্তিক ক্রিকেটের ভবিষ্যৎ। রবি শাস্ত্রী বিষয়টির ব্যাখা দিতে গিয়ে বলেছেন, ধোনি আইপিএলে কেমন খেলে তার ওপর অনেক কিছু নির্ভর করছে।
২০২০ সালে আইপিএলের পারফর্মেন্স ঠিক করে দেবে টি ২০ বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে ধোনির জায়গা হবে কিনা। ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে এমএস ধোনিকে শেষবারের জন্য জাতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও ধোনিকে দেখা যায়নি। ভারতীয় সেনার প্যারা রেজিমেন্টে উর্দি গায়ে দেখা গিয়েছিল এমএস ধোনিকে। এখন ধোনি রাঁচিতে। নিজেকে ফিট করার জন্য গা ঘামিয়ে চলেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.