Header Ads

শুটিং করতে গিয়ে খাদের ধারে ঝুলন্ত গাড়ি,ভেতরে নায়ক বরুণ।মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন নায়ক!

নজরবন্দি ব্যুরো: কুলি নম্বর ওয়ান ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত বরুণ ধাওয়ান। আর সেই ছবির শ্যুটিং করতে গিয়েই বড় বিপদের মুখে পড়লেন তিনি। একটি বিপজ্জনক স্টান্টের শ্যুটিং করতে গিয়ে বড় বিপদের মুখে পড়েন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, স্টান্টের জন্য একটি গাড়ির মধ্যে থাকতে হয়েছিল বরুণকে। সেই গাড়িটিই বেকায়দায় এক পাহাড়ের খাদের ধারে এসে রীতিমতো ঝুলতে থাকে। কিন্তু সেই ঝুলন্ত গাড়ির দরজা খুলতে গিয়েই বরুণ বুঝতে পারেন গাড়ির দরজা কোনও কারণে জ্যাম হয়ে গেছে। অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারলেননা বরুণ।
 এদিকে তাঁকে যে দ্রুত তুলে আনা যাবে তাও নয়। কারণ গাড়ি এমনভাবে ঝুলছে সেখানে দুম করে পৌঁছনো মুশকিল। এই অবস্থায় বরুণকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্টান্ট ডিরেক্টর। তাঁর বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে বরুণকে ওই অবস্থা থেকে তুলে আনেন ওপরে। এ যাত্রায় কপাল জোরে রক্ষা পান বলিউডের তরুণ নায়ক বরুণ ধাওয়ান। প্রসঙ্গত বরুণের বাবা ডেভিড ধাওয়ান পরিচালিত ও প্রযোজিত ছবি 'কুলি নম্বর ওয়ান'-এর নায়কের ভূমিকায় অভিনয় করছেন বরুণ। ওই ছবিতে তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় রয়েছেন সারা আলি খান। ছবিটি বেশ অ্যাকশন-প্যাকড, যেমনটা হয়ে থাকে মেনস্ট্রিম বলিউড ছবি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.