Header Ads

স্বপ্ন সফল হতে চলেছে সৌরভের, রাজ্যে হতে চলেছে আরও একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম।

নজরবন্দি ব্যুরো: নবান্ন মারফৎ জানা গিয়েছে রাজ্য নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে চলেছে। হাওড়ার পদ্মপুকুরে ৫০ একর জমিতে তৈরি হবে নতুন এই ক্রিকেট স্টেডিয়াম। ইতিমধ্যেই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পুর ও নগোরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে। প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়াম যে জমিতে হবে, সেই জমি পরিদর্শন করে এসেছেন সৌরভ। নবান্ন মারফৎ জানা গিয়েছে, স্টেডিয়াম তৈরির নকশার প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
 ইডেন গার্ডেনের ওপর ম্যাচের চাপ কমাতে এবং রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যে আরেকটা ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ। এমনতিই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে ঘরোয়া টুর্নামেন্ট সহ ওয়েস্ট ইন্ডিজ বা অন্যান্য সফরকারী দল কলকাতায় ম্যাচ খেলতে আসলে অনুশীলনের জন্য এই গ্রাউন্ড দেওয়া হয় সিএবির তরফ থেকে। তাই সব দিক বিবেচনা করেই রাজ্যে নতুন আরেকটা ক্রিকেট স্টেডিয়াম গড়ার উদ্যোগ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.