Header Ads

ধাওয়ানের চোট, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শিকে ছিঁড়তে পারে এই ক্রিকেটারের ।

নজরবন্দি ব্যুরো: ঘরোয়া ক্রিকেটে হাটুতে চোট পেয়ে ছিটকে গেলেন শিখর ধাওয়ানে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলতে দেখা যাবে না ধাওয়ানকে। ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ তিনটে করে টি ২০ এবং ওডিআই সিরিজ খেলবে। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, 'ধাওয়ানের জায়গায় দলে ঢোকার সম্ভাবনা সঞ্জু স্যামসনের। ধাওয়ানের হাটুর চিকিৎসা চলছে। মেডিকেল রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।' সৈয়দ মুস্তাক আলি টি ২০ টুর্নামেন্ট খেলতে গিয়ে হাটুতে চোট পেয়েছেন ধাওয়ান। ফলে বিকল্প হিসেবে সঞ্জুর শিকেয় ছিঁড়তে চলেছে, শিখর ধাওয়ানের চোটের পর এমনই সম্ভাবনা জোরালো হয়েছে।
 টি২০ ফরম্যাটে বেশ কয়েকটা সিরিজে ধাওয়ানের ব্যাট থেকে ধারাবাহিকভাবে রান আসেনি। ওপেনার হিসেবে গব্বরের ব্যাটে ধারাবাহিকতার অভাব ধরা পড়েছে। এই অবস্থায় ধাওয়ানের চোট সঞ্জু স্যামসনকে টিমে নিজের জায়গা পোক্ত করার মঞ্চ এনে দিল। আগামি বছর টি ২০ বিশ্বকাপ। তার আগে টিম ইন্ডিয়া টি ২০ সংস্করণে তরুণ প্রতিভাকে পরীক্ষা করে দেখে নিতে চাইছে। তাই সঞ্জু স্যামসনের কাছে সুবর্ণ সুযোগ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পারফর্মেন্স দলে সঞ্জুর ভিতকে শক্ত পোক্ত করে তুলবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.