বেকারদের চিন্তার অবশান, জেলা লাইব্রেরিতে কর্মী নিয়োগ।
নজরবন্দি ব্যুরো: স্নাতক হলেই এখন ঘুচতে পারে আপনার বেকারত্ব। পুরুলিয়ার ডিস ট্রিকট লাইব্রেরিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল।পরবর্তী কালে মেয়াদ বাড়ানো হবে, এখন চুক্তির ভিত্তিতে নিয়োগ। প্রার্থী দের অনলাইন আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৪.১২.২০১৯। শুনো পদ ১ টি। খুব তারাতাড়ি আবেদন করতে হবে ।
শিক্ষাগত যজ্ঞতাঃ স্নাতক হতে হবে, সাথে কম্পিউটার জানা প্রয়োজন। কোহা সফটওয়্যার জানতে হবে। আবেদন করার ক্ষেত্রে প্রাথীদের ৪০ বছরের মধ্যে হতে হবে। অবশ্যই লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিক্ষার পর বাছাই করা হবে। বিগপ্তিতে জানানো হয়েছে সময় খুব সীমিত। আগ্রহী প্রার্থীরা আরও বিস্তারিত জানতে অবশ্যই আবেদনের আগে এই তথ্য গুলো জেনে নিন www.purulia.nic. ইন ওয়েবসাইটে।
শিক্ষাগত যজ্ঞতাঃ স্নাতক হতে হবে, সাথে কম্পিউটার জানা প্রয়োজন। কোহা সফটওয়্যার জানতে হবে। আবেদন করার ক্ষেত্রে প্রাথীদের ৪০ বছরের মধ্যে হতে হবে। অবশ্যই লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিক্ষার পর বাছাই করা হবে। বিগপ্তিতে জানানো হয়েছে সময় খুব সীমিত। আগ্রহী প্রার্থীরা আরও বিস্তারিত জানতে অবশ্যই আবেদনের আগে এই তথ্য গুলো জেনে নিন www.purulia.nic. ইন ওয়েবসাইটে।

No comments