Header Ads

হলি আর্টিজেন হামলায় ৭ জনের ফাঁসি, খালাস ১।

নজরবন্দি ব্যুরো: তিন বছর আগে বাংলাদেশের ঢাকার কূটনৈতিক পাড়ায় জঙ্গি হামলায় ২২ জনের মৃত্যু ঘটেছিল। হলি আর্টিজেন বেকারিতে ওই জঙ্গি হামলার দায়ে ঢাকার বিশেষ জঙ্গি দমন আদালত ৭ জনকে ফাঁসির সাজা শোনাল। এই মামলাতেই একজন অভিযুক্ত বেকসুর খালাস পেয়েছে। বিচারপতি মহম্মদ মজিবুর রহমানের এজলাসে এই মামলার রায় বের হয়েছে। ২০১৬ সালের ১ জুলাই গুলশান কূটনৈতিক পাড়ায় ১৭ জন বিদেশি সহ ২২ জন নাগরিককে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। এই জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে দুইজন পুলিশের মৃত্যু হয়। জঙ্গিরা বেশ কয়েকজনকে আটক করে রেখেছিল।
 শেষ পর্যন্ত সেনা জঙ্গি সংঘর্ষে জঙ্গিরা প্রাণ হারায়। এবং আটক হওয়া বিদেশীদের নিরাপদে উদ্ধার করে বাংলাদেশ সেনার বিশেষ প্রশিক্ষিত কমান্ডো বাহিনী। এই জঙ্গি হামলায় জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রেগান, আসলাম হোসেন ওরফে রাশেদুল ইসলাম ওরফে রাস, আব্দুস সাবার খান ওরফে সোহেল মাহফুজ, হাদসুর রহমান সাগর, সারিফুল ইসলাম খালেদ ওরফে খালিদ, মামুনুর রসিদ ওরফে রিপনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। এই মামলাতে বেকসুর খালাস পেয়েছে মিজনুর রহমান ওরফে বড় মিজান। ঢাকার বিশেষ জঙ্গি দমন আদালতে এই রায় ঘিরে টানটান উত্তেজনা ছিল। নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছিল। রায়দানের আগে সরকারী আইনজীবী এই মামলায় অভিযুক্ত ৮ জনের বিরুদ্ধে কঠোর শাস্তির আপিল রেখেছিল বিচারপতির কাছে। তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারপতি ৭ জন অভিযুক্তকে ফাঁসি এবং একজন অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.