Header Ads

চোর-ডাকাত চিহ্নিত করবে এনআরসি', বিপ্লবের মন্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া

নজরবন্দি ব্যুরোঃ এনআরসি চোর-ডাকাত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে সাহায্য করবে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এ মন্তব্য এখন ভাইরাল নেট দুনিয়ায়। গত ২৫ নভেম্বর উপনির্বাচন হয় পশ্চিমবঙ্গের তিন বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে কালিয়াগঞ্জে প্রচারে এসেছিলেন ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী। প্রচারের শেষ দিনে রাজ্য সরকার বিপ্লব দেবের রোড র্যালি বানচাল করার চক্রান্ত করেছে বলে অভিযোগ করে বিজেপি। তাঁর দাবি, বাংলার মুখ্যমন্ত্রী এনআরসি ও ক্যাব বিল না পড়েই বিরোধিতায় নেমেছেন। বিপ্লব দেবের কথায়, “এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল দেশের সুরক্ষার জন্য প্রয়োজনীয়। ক্যাবের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এদেশে আসা সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, ও খ্রীষ্টানদের নাগরিকত্ব প্রদান করা হবে।
 অন্যদিকে এনআরসি চোর, ডাকাত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে সাহায্য করবে।” এরপরই হাসতে হাসতে তিনি জানান, তাঁর বাবা ও পরিবার বাংলাদেশ থেকে ত্রিপুরাতে এসেছিলেন। তবে তাঁর জন্ম এদেশেই। তাই এনআরসি হলে তাঁর মুখ্যমন্ত্রীত্ব চলে যাবে। একইসঙ্গে হাসতে হাসতেই তিনি বলেন, “আমি কি চাইব আমার মুখ্যমন্ত্রীত্ব এনআরসির জন্য চলে যাক? তাহলে তো এনআরসি লাগু করার জন্য প্রচারই করতাম না।” ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দফতরের কাছে সাক্ষাৎকারের সম্পূর্ণ ভিডিও ক্লিপটি দেখতে চাওয়া হলে গোটা বিষয়টিকে “নোংরা রাজনীতি” বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা সঞ্জয় মিশ্র। তাঁর অভিযোগ, “সাক্ষাৎকারের অনেকটা অংশ বাদ দিয়ে শুধু ওই অংশটাই প্রচার করা হয়েছে। কোন বিষয়ের প্রেক্ষিতে ওই মন্তব্য করা হয়েছিল, তার পুরোটা দেখানো হচ্ছে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.