কালিয়াগঞ্জ তৃণমূলের দখলে।
নজরবন্দি ব্যুরোঃ কালিয়াগঞ্জে বিজেপির মুখের গ্রাস ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। প্রাথমিক গণনায় উত্তর দিনাজপুরের ওই কেন্দ্রে এগিয়েছিল বিজেপি। কিন্তু শেষ লগ্নে বাজিমাত করে প্রথমবার জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ২৩০৪ ভোটে জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থী তপন সিংহ।
অন্যদিকে, করিমপুরে প্রথম থেকেই এগিয়ে ছিলেন জোড়াফুল শিবিরের প্রার্থী বিমলেন্দু সিং রায়। তাঁর ব্যবধান ২৫,৭৮৪। খড়গপুরেও জয়ের গন্ধ পেতে শুরু করেছে ঘাস-ফুল শিবির। প্রায় ১৬, ১৭৭ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল দলের প্রার্থী ।
অন্যদিকে, করিমপুরে প্রথম থেকেই এগিয়ে ছিলেন জোড়াফুল শিবিরের প্রার্থী বিমলেন্দু সিং রায়। তাঁর ব্যবধান ২৫,৭৮৪। খড়গপুরেও জয়ের গন্ধ পেতে শুরু করেছে ঘাস-ফুল শিবির। প্রায় ১৬, ১৭৭ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল দলের প্রার্থী ।

No comments