Header Ads

হাঁফ ছেড়ে বাঁচলো সরকারি কর্মীরা, বড় ঘোষণা কেন্দ্রের।

নজরবন্দি ব্যুরো: স্বস্তির নিশ্বাস ফেলে হাঁফ ছেড়ে বাঁচলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স কমিয়ে আনা নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। বুধবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়ে দিয়েছেন, সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৮ বছর করার কোন পরিকল্পনা আপাতত নেই। তবে কর্মীদের স্বেচ্ছাবসর নিয়ে কোন স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই কর্মীদের মধ্যে স্বেচ্ছাবসর ঘিরে আশঙ্কা থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, ৫৬ (জে) ধারা এবং কেন্দ্রীয় কর্মচারী বিধির ৪৮ ধারা, ১৯৭২ সালের অল ইন্ডিয়া সার্ভিসেস আইন অর্থাৎ কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে চাকরী বিধিতে কোন পরিবর্তন হচ্ছে না।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দাবি করে বলেছেন, ১৯৫৮ সালের কর্মচারী আইনে কর্মীদের অগ্রিম অবসর দেওয়ার পূর্ণ অধিকার সরকারের হাতে রয়েছে। তবে স্বেচ্ছাবসর (ভি আরএস) দেওয়ার ক্ষেত্রে অগ্রিম তিন মাস বা ৯০ দিনের নোটিশ দিতে হয় সংশ্লিষ্ট সরকারি কর্মীকে। স্থায়ী এবং অস্থায়ী উভয় সরকারি কর্মীরা এই আইনের আওতায় পড়ে। এক্ষেত্রে যে সকল কর্মচারিরা টানা ৩৫ বছর ধরে কর্মরত একমাত্র তাদের ক্ষেত্রে এই স্বেচ্ছাবসর নিয়ম বিধি কার্যকর হবে। আবার যেসকল কর্মীদের বয়স ৫৫ বছর বা উর্দ্ধে তাদের ক্ষেত্রেও স্বেচ্ছাবসর নিয়ম বিধি কার্যকর হবে। ফলে আগামিদিনে কেন্দ্র সরকার কর্মীদের স্বেচ্ছাবসর প্রকল্পে কর্মজীবন থেকে স্বেচ্ছাবসর নিতে বাধ্য করাবে, এমন আশঙ্কার কালো মেঘ বয়েই চলেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.