Header Ads

পাকিস্তানী জঙ্গিরা আবার সক্রিয় হয়ে উঠছে বালাকোটে, জানাল কেন্দ্র।

নজরবন্দি ব্যুরো : বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিকে রেড্ডি জানান, বালাকোটে জঙ্গির তৎপরতা বাড়ছে। সেখানকার জঙ্গিঘাঁটিগুলি পুনরায় সক্রিয় করার চেষ্টা চালানো হচ্ছে। ফলে, বালাকোটের জঙ্গি শিবিরগুলি আবার ভারত বিরোধী জিহাদি কার্যকালাপ শুরু করতে পারে। কংগ্রেস সাংসদ আহমেদ পাটল পাকিস্তানের জঙ্গিশিবির গুলি থেকে হিংসাত্মক কার্যকলাপ রুখতে ভারত কি ধরণের সতর্কমূলক ব্যাবস্থা নিয়েছে জানতে চাইলে ওই দিন তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বালাকোটে পাকজঙ্গিদের সক্রিয় হয়ে ওঠার বিষয়টি জানান। এমনকি শীতে কাশ্মীর উপত্যকা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও যে জঙ্গি সক্রিয়তা বাড়বে, সে বিষয়ে কেন্দ্রকে আগেই জানিয়ে সতর্ক করেছেন ভারতীয় গোয়েন্দারা। গত ৫ ই অগাস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর, কাশ্মীরকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়।
 আর ঠিক নয়া দিল্লির এই পদক্ষেপের পর থেকেই ভারতকে কোনঠাসা করার চেষ্টা চালায় ইসলামাবাদ। পাক মদতে ফের মাথাচাড়া দিতে শুরু করে জঙ্গিরাও। একদিকে পাকসেনারা অসংখ্যবার সংঘর্ষ বিরতি ভেঙে সীমান্তে গোলাগুলি চালাচ্ছে। আবার অন্যদিকে পাকজঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। মাঝে বেশ কয়েকবার সন্ত্রাসবাদী অনুপ্রবেশের চেষ্টা পন্ড করেছে ভারতীয় সুরক্ষাবাহিনী। কাশ্মীর ক্রমে তার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলেও সীমান্তের ওপারে পাকজঙ্গিদের সক্রিয়তা আশঙ্খা জইয়ে রেখেছে। ভারতীয় সেনাপতি প্রধান বিপিন রাওয়াত, পাকজঙ্গি ঘাঁটিগুলি যে পুনরায় সক্রিয় হচ্ছে সে বিষয়ে কয়েকমাস আগেই সতর্ক করেছেন। এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রেড্ডির দাবী, সেনার দাবীতে সিলমোহর দিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.