গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শূন্যপদে লোক নিয়োগ করতে চলেছে।
নজরবন্দি ব্যুরো: জুনিয়র পিওন পদে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মী নিয়োগ করতে চলেছে। বিশ্ববিদ্যালয়ে ১৪ টি জুনিয়র পিওন পদ শূন্য রয়েছে। এরমধ্যে জেনারেল কাস্ট ২,জেনারেল(ইসি) ৩,জেনারেল(পিডবলুডি)১,জেনারেল এক্স সার্ভিসমেন ১, তফশিলী জাতি ৩, তফশিলী জাতি (ইসি) ১, ওবিসি ৩। সঙ্গে যেসমস্ত প্রার্থীরা শারিরীক ভাবে ৪০% প্রতিবন্ধী সেই সকল প্রার্থীরা উপযুক্ত নথিসহ আবেদনের যোগ্য। এই পদে আবেদনকারি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে। ১৮-৪০ বছর বয়সী একমাত্র ভারতীয় নাগরিকেরা এই পদে আবেদনের যোগ্য। এই পদে আবেদনের শেষ তারিখ ১৬ ডিসেম্বর।
জুনিয়র পিওন পদে বেতনক্রম ৫৪০০ টাকা থেকে ১৮,৬০০ টাকা। আগ্রহী প্রার্থীরা এই পদে আবেদনের জন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হল www.ugb.ac.in। জেনারেল কাস্টের পদেএ জন্য প্রার্থীদের ১০০ এবং সংরক্ষিত পদের প্রার্থীদের ৫০ টাকা পরীক্ষা ফি দিতে হবে। জুনিয়র পিওন পদে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে চলেছে তা কলকাতা হাইকোর্টের এলাকাভুক্ত। তাই এই পরীক্ষা সংক্রান্ত কোন অভিযোগের শুনানি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির এজলাসে হবে। এই পদের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে PDF আকারে আপলোড করা রয়েছে।
জুনিয়র পিওন পদে বেতনক্রম ৫৪০০ টাকা থেকে ১৮,৬০০ টাকা। আগ্রহী প্রার্থীরা এই পদে আবেদনের জন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হল www.ugb.ac.in। জেনারেল কাস্টের পদেএ জন্য প্রার্থীদের ১০০ এবং সংরক্ষিত পদের প্রার্থীদের ৫০ টাকা পরীক্ষা ফি দিতে হবে। জুনিয়র পিওন পদে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে চলেছে তা কলকাতা হাইকোর্টের এলাকাভুক্ত। তাই এই পরীক্ষা সংক্রান্ত কোন অভিযোগের শুনানি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির এজলাসে হবে। এই পদের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে PDF আকারে আপলোড করা রয়েছে।

No comments