Header Ads

নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে মুখ খুললেন মাহি।

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপ সেমিফাইনালে শেষ দেখা গিয়েছিল বাইশ গজে এমএস ধোনিকে। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ফের কবে মাঠে নামতে চলেছেন মাহি। প্রশ্ন ছুঁড়ে আসতেই প্রাক্তন ভারত অধিনায়ক তথা ২০১১ ওয়ানডে এবং ২০০৭ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সাফ কথা "জানুয়ারি পর্যন্ত জিঞ্জাসা করো না"। মুম্বইতে এক অনুষ্ঠানে এসে ধোনিকে নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। মাঠে ভারত অধিনায়ক হিসেবে এমএস ধোনি নিজের শীতল মস্তিস্কের জন্যই 'ক্যাপ্টেন কুল' অভিবাদন পেয়েছিলেন। ঠিকই একই ভঙ্গিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন অত্যন্ত ঠান্ডা মাথায়। বুঝিয়ে দিলেন মাহি বদলায় নি, অন্তত মানসিক গঠনগত দিক দিয়ে। বিশ্বকাপ ক্রিকেটের পর টিম বিরাট ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়ে গিয়েছে। এরপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ সিরিজ খেলে গিয়েছে।
 ওয়েস্ট ইন্ডিজ আসছে ভারত সফরে। বিশ্বকাপ সেমিফাইনালের পরের দিন থেকে মাঝের সময়ে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ধোনিকে দেখেনি ভক্তিকূল। এমএস ধোনির ক্রিকেট কেরিয়ার এবং তার অবসর পুরোটাই থেকে গিয়েছে একটা 'পহেলি'। এরই মধ্যে টিম ইন্ডিয়ার হেডকোচ রবি শাস্ত্রী বিবৃতি এসেছে। শাস্ত্রী জানিয়েছেন,ধোনির ২০২০ আইপিএল ফর্ম ঠিক করে দেবে তিনি টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাবেন কিনা। ইতিমধ্যেই মাহি নিজে ২০২০ আইপিএল শুধু নয়, ২০২১ আইপিএলে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন চেন্নাই সুপার কিংস মালিক কর্তৃপক্ষের কাছে। সব মিলিয়ে মহেন্দ্র সিংহ ধোনি কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে নিজের অবসরগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করে নি। উল্টে নিজের আগামি ক্রিকেট কেরিয়ার নিয়ে পরিকল্পনা ভক্তকূলের সামনে এনেছেন কোন পহেলি না রেখে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.