Header Ads

এই বেতন কমিশনেই বঞ্চনা মেটানো হবে শিক্ষকদের; বিজিটিএ কে আশ্বাস শিক্ষামন্ত্রীর। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতন বঞ্চনা নিয়ে দীর্ঘদিন ধরে সরব বৃহত্তর গ্র‍্যাজুয়েট টিচারস এসোসিয়েশান। আজ এই সংগঠনের সভাপতি ধ্রুবপদ ঘোষাল ও হাওড়া জেলা বিজিটিএ'র সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ শিক্ষক নেতা স্বপন মন্ডল কে সঙ্গে নিয়ে বিধান সভা ভবনে দেখা করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী মাননীয় পার্থ চ্যাটার্জির সাথে। প্রসঙ্গত ২০১৬ সাল থেকে গ্র‍্যাজুয়েট টিচারদের অমানবিক বঞ্চনার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করে আসছে বৃহত্তর গ্র‍্যাজুয়েট টিচারস এসোসিয়েশান বা বিজিটিএ।
তারা হাইকোর্টে ও একাধিক জয় পেয়েছে, কিন্তু তাতে কোন লাভ হয় নি। ষষ্ঠ বেতন কমিশনে ও তারা আবার বঞ্চিত হয়েছে! ধ্রুব বাবুর দাবী তাদের সাথে শিক্ষা মন্ত্রী'র খোলা মেলা কথা হয়েছে। মন্ত্রী মশাই তার সাথে বিজিটিএ'র আগের সাক্ষাৎকারের কথা স্বীকার করে নিয়ে বঞ্চনার খুটিনাটি বিষয় জানতে চান, এবং এই পে কমিশনেই বঞ্চনা মেটানো হবে বলে আশ্বাস দেন।

 তার কথায় এই বিষয়টি "under process"! মন্ত্রীর সাথে সাক্ষাৎকারের পর বিজিটিএ সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন, "মন্ত্রী মাশাই আমাদের বঞ্চনা সম্পর্কে আগে থেকেই ওয়াকিবহাল ছিলেন, আজ আবার তার সাথে দেখা করলাম। তিনি আশ্বাস দিয়েছেন, আমরা আমাদের বঞ্চনার কথা লিখিত ভাবে আর একবার তাঁর হাতে তুলে দিয়ে এসেছি।
এখন দেখার তিনি পশ্চিম বঙ্গের লক্ষাধিক গ্র‍্যাজুয়েট টিচারদের জন্য তার দেওয়া আশ্বাস কার্যকরী করেন কি না!" তিনি আরো বলেন মন্ত্রী আশ্বাস দিলে ও যতক্ষন বঞ্চনার অবসান না হয় ততক্ষণ বিজিটিএ আন্দোলনের রাস্তা থেকে হটবে না। শিক্ষা মন্ত্রী তাঁর কথা না রাখলে রাজ্যের গ্র‍্যাজুয়েট টিচার রা আরো বৃহত্তর শক্তি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।" বিজিটিএ'র মুখপাত্র ও সাধারণ সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্য বলেন, "মন্ত্রী'র আশ্বাসে আমরা খুশী কিন্তু আত্মতুষ্ট নই। বিজিটিএ'র জন্ম হয়েছে গ্র‍্যাজুয়েট টিচারদের বঞ্চনা নিরসনকল্পে। তাই খাতায় কলমে তা না হওয়া পর্যন্ত বিজিটিএ আর আন্দোলন কর্মসূচী বাতিল করবে না। আশা করবো শিক্ষা মন্ত্রী তাঁর দেওয়া কথা রাখবেন, অন্যথায় বিজিটিএ বৃহত্তম আন্দোলনের রুপরেখা তৈরী করে ই রেখেছে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.