হবে বঞ্চনার অবসান? BGTA এর CAS মামলায় কি হল আদালতে? #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ সরকারি বিদ্যালয়ের শিক্ষক দের ন্যায় সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক গন কেন Career Advancement Scheme বা CAS এর সুবিধা পাবেন না এই প্রশ্নে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স এসোসিয়েশন (বিজিটিএ )কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার আজ শুনানি হয়েছে।এর আগে সরকারের তরফে হলফনামায় আদালতে বলা হয় যেহেতু সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক গন সরকারি কর্মচারী নন তাই তারা এই সুবিধা পাবেন না । পাল্টা হলফনামায় সংগঠনের আইনজীবী সুপ্রিম কোর্টের এবিষয়ে বিভিন্ন রায় উদ্ধৃত করে জানান যে সরকারি বিদ্যালয়ের শিক্ষক দের মতোই সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক গন এই সুবিধা পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে।আজ সংগঠনের তরফে আইনজীবী আদালতে জানান যে আগামী 1.1.2020 থেকে নতুন CAS সরকারি কর্মচারীদের জন্য সরকার চালু করতে চলেছে কিন্তু সরকার পোষিত বিদ্যালয় শিক্ষক দের এর আওতায় রাখা হয়নি তাই দ্রুত শুনানি করে আদালত সরকার পোষিত বিদ্যালয় শিক্ষক দের বঞ্চনা দূর করুক। সরকারি আইনজীবী এর বিরোধিতা করে বলেন সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক গন সরকারি কর্মচারী নন তাই এই CAS facility তারা দাবি করতে পারেন না। সংগঠনের তরফে আইনজীবী এবিষয়ে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের উদাহরণ তুলে ধরে সরকারি আইনজীবী র যুক্তি খন্ডন করেন। মাননীয় বিচারপতি আগামী 3rd ডিসেম্বর পুনরায় শুনানির জন্য ধার্য্য করেছেন। সংগঠনের তরফে রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য্য বলেন আমরা দীর্ঘদিন ধরে এই বঞ্চনার শিকার। সরকার পোষিত কলেজ ইউনিভার্সিটি শিক্ষক গন এবং মিউনিসিপ্যালিটি এর কর্মচারী গন এই সুবিধা পান। তাই সরকারের উচিত এই বৈষম্য অবিলম্বে দূর করা।

No comments