Header Ads

ওয়েস্ট ইন্ডিজ কে তাঁদের মাটিতেই টি-২০ তে ধূলিসাৎ করল ভারতীয় মেয়েরা।

নজরবন্দি ব্যুরোঃ ভারতিয় মহিলা ক্রিকেট টিম একের পর এক ম্যাচ জিতে নিজেদের সাফল্য অর্জন করেছে। এবং তার সাথে ভারতিয় ক্রিকেট টিমের নাম উজ্জল করেছে।ওয়ান ডে-র পর এবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হারিয়ে নিজেরদের লক্ষ জয় করল ভারতীয় মহিলা ক্রিকেট টিম। ক্যারিবিয়ন ক্যারিবিয়ন দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি সিরিজও জিতলেন হরমনপ্রীত কৌররা। সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারায় ভারত। ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচও জিতেছে। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর গায়ানার প্রভিন্স স্টেডিয়ামে তৃতীয় সিরিজে টি-টোয়েন্টি খেলতে নেমে টসে হেরে যান। তার ফলে আগে ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ।ভারতীয় বোলারদের সম্মিলিত আক্রমণ সামলাতে পুরোপুরি ব্যর্থ হন ক্যারিবিয়ান মহিলা ক্রিকেট দলের ব্যাটস্ম্যানরা।২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট নেন হেইলে ম্যাথিউস।ওয়েস্ট ইন্ডিজ-এর হয়ে সর্বোচ্চ ১১ রান করেন চিদেন নেশন ও চিনেল্ল হেনরি।ভারতের রাধা যাদব ও দীপ্তি শর্মা উভয়েই দুটি করে উইকেট নেন।একটি করে উইকেট নেন অনুজা পাটিল, পূজা ভ্রাস্ত্রাকর, হরমনপ্রীত কৌর ও পুনম যাদব। ভারতের ব্যাটিং –এরে শুরুটাও কিন্তু খুব খারাপ হয়।শাফালি বর্মা, বয়স ১৫, ভারতীয় টিমেরে ওপেনার ০ রানে আউট হন।৩ রান করে আউট হন দ্বিতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরও (৭) বেশিক্ষণ থাকতে পারেননি খেলায়।তার পরে নামেন জেমিমা রডরিগেসের। সে করেন ৫১ বলে ৪০ রান। বলাই যায় তার জন্যেই ম্যাচ যেতে ভারতীয় দল।১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য জয় ভারতের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.