বঙ্গে তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প
নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পুঞ্জির নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়নি এখনও। অথচ রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি চিহ্নিত হয়ে গিয়েছে। রাজ্যে দুটি ডিটেনশন ক্যাম্প তৈরি হতে চলেছে। একটি রাজারহাটের অধিগৃহীত নিউটাউনে অপরটি বনগাঁয়। রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন, বিদেশী বন্দিদের রাখার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির খবর প্রকাশ্যে আসতেই বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। যদিও কারামন্ত্রী ডিটেনশন ক্যাম্পে এনআরসিতে ডি ভোটারদের রাখার বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন, আতঙ্ক ছড়ানোর জন্যই গুজব রটানো হচ্ছে। কারামন্ত্রী রাজ্যে ডিটেনশন ক্যাম্প নিয়ে জানিয়েছেন, বিদেশী বন্দিদের রাখার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে। গত কয়েক বছরে বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অপরাধে ২৫০ জন বিদেশীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১৪০ জনকে দেশে পাঠানো হয়েছে। ১১০ জন বিদেশী বন্দি রাজ্যের বিভিন্ন জেলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এদের অধিকাংশ নাইজেরিয়ার। এই বন্দিদের একছাতার তলায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প।
উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন, আতঙ্ক ছড়ানোর জন্যই গুজব রটানো হচ্ছে। কারামন্ত্রী রাজ্যে ডিটেনশন ক্যাম্প নিয়ে জানিয়েছেন, বিদেশী বন্দিদের রাখার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে। গত কয়েক বছরে বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অপরাধে ২৫০ জন বিদেশীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১৪০ জনকে দেশে পাঠানো হয়েছে। ১১০ জন বিদেশী বন্দি রাজ্যের বিভিন্ন জেলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এদের অধিকাংশ নাইজেরিয়ার। এই বন্দিদের একছাতার তলায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প।

No comments