Header Ads

গোসাবায় কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকা, উঠলো 'গো ব্যাক' স্লোগান।

নজরবন্দি ব্যুরো: বুধবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। দেখানো হয়েছিল কালো পতাকা। আর শুক্রবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী গোসাবায় গিয়ে কালো পতাকা দেখে ফেললেন। ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনের জন্য গিয়েছিলেন দেবশ্রী চৌধুরী। কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলার পরেই বিক্ষোভকারিরা কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে ধরে। চলে বিক্ষোভ। বিক্ষোভকারিরা কেন্দ্রীয় মন্ত্রীকে দেখে 'গো ব্যাক' স্লোগান দিয়ে ওঠে। একটি মঞ্চ বাঁধা হয়েছিল। ভেঙে দেওয়া হয়েছে বিজেপির ওই মঞ্চ। তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে, বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, দুদলের সমর্থকেরা মারামারি করতে গিয়ে পাশের বিদ্যাধরী নদীতে পড়ে যায়। বিজেপির অভিযোগ, পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, সংঘর্ষের ঘটনায় দলের কেউ জড়িত নয়। অন্যদিকে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বুলবুল বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করতে গিয়ে বিক্ষোভের আগুন আঁচ করেছিলেন। বাবুল সুপিয়র বিরুদ্ধে অভিযোগ, ফ্রেজারগঞ্জে যাওয়ার পথে 'জয় শ্রীরাম' ধ্বনি ওঠে। বাবুল অবশ্য দাবি করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে তার এই পরিদর্শন সফর। এদিকে শুক্রবারই কেন্দ্রীয় পর্যবেক্ষক দল উত্তর ২৪ পরগণার ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেছে। কেন্দ্রীয় প্রতিনিধি টিম সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদ পরিদর্শন করেছে। দুর্গত অঞ্চল পরিদর্শনের শেষে কেন্দ্রীয় প্রতিনিধিদল বসিরহাটে এসে মহকুমা শাসকের অফিসে প্রশাসনিক বৈঠক সেরেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.