Header Ads

রাজনীতিতে পা রেখেই পুলিশি হেফাজতে জনপ্রিয় টলি-অভিনেত্রী

নজরবন্দি ব্যুরো:  একসময় তাঁরা ছিলেন বহু বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ। বড়পর্দায়ও মাধ্যেমধ্যে দেখা গিয়েছে তাঁদের। সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র সহ আরও অনেককেই। বুধবার বিজেপির মিছিল চলাকালীন মধ্য কলকাতা থেকে রিমঝিমকে আটক করে পুলিশ।
 বুধবার অর্থাৎ ১৩ নভেম্বর বিজেপির পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে মধ্য কলকাতার চাঁদনি চকে। ব্যারিকেড ভেঙে পুলিশকে লক্ষ্য করে বোতল ছোঁড়া হয় বিজেপি-বিক্ষোভকারীদের তরফে। পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠি চার্জ করে পুলিশ। জলকামান ব্যবহার করেও বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা চলে। এদিনের মিছিলেই উপস্থিত হয়েছিলেন রিমঝিম, কাঞ্চনারা।
 বিজেপিতে যোগ দেওয়ার পর সেরকমভাবে দলীয় কর্মসূচীতে যোগ দিতে না দেখা গেলেও, বুধবার বিজেপি পরিচালিত ‘পুরসভা চলো’ অভিযানে সক্রিয় অংশগ্রহন করতে দেখা যায় তাঁকে। রিমিঝিমের অভিযোগ, এদিন পুরুষ পুলিশেরা মহিলা মিছিলকারীদের গায়ে হাতও তোলে। প্রসঙ্গত, ডেঙ্গু মুক্ত কলকাতার দাবি নিয়ে রাজপথে বিজেপি। এছাড়াও জলকরমুক্ত কলকাতা, জমির মিউটেশন কমানো, অবৈধ পার্কিং ও জঞ্জালমুক্ত কলকাতা-সহ প্রায় দশ দফা দাবি রয়েছে তাদের। এমনই দশ দফা দাবি নিয়ে কলকাতা পুরসভা অভিযানের সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকালে বিজেপির রাজ্য দপ্তরের সামনে ভিড় জমান বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়, সৌরভ শিকদার, দেবজিৎ সরকারের মতো নেতারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.