Header Ads

অভিযোগের থেকে মুক্ত রাহুল দ্রাবিড়। কি অভিযোগ? জানতে হলে পড়ুন।

নজরবন্দি ব্যুরো: স্বার্থ সংঘাতের প্রশ্নে মুক্ত কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। বিসিসিআই এর এথিক্স কমিটির অফিসার ডিকে জৈন বিষয়টি স্পষ্ট করেছে। জানিয়েছেন, রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ এনেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের লাইফটাইম মেম্বার সঞ্জীব শুক্লা। রাহুল দ্রাবিড় ন্যাশনাল ক্রিকেট আকাদেমি বা এনসিএর প্রধান। অভিযোগ উঠেছিল রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে, এনসিএর প্রধান হওয়া সত্ত্বেও আইপিএল ফ্যাঞ্চাইজি টিম চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়া সিমেন্ট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন।
যদিও রাহুল দ্রাবিড় দাবি করেছেন, এনসিএর প্রধান হওয়ার পর তিনি ইন্ডিয়া সিমেন্ট গ্রুপ থেকে লিভ অফ অয়্যাবসেন্স নিয়েছেন। রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। বেশ কয়েকবার এথিক্স কমিটির অফিসার ডিকে জৈন রাহুল দ্রাবিড়কে ডেকে পাঠায়। জিঞ্জাসাবাদ করা হয় দ্রাবিড়কে। প্রয়োজনীয় নথি জমা করেন এথিক্স অফিসার ডিকে জৈনের কাছে রাহুল দ্রাবিড়। সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখেই বিসিসিআই এর এথিক্স অফিসার ডিকে জৈন স্বার্থ সংঘাতের অভিযোগ থেকে মুক্ত করেছেন কিংবদন্তি ক্রিকেটারে রাহুল দ্রাবিড়কে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.