প্রথম টেস্টে শূণ্য রানে আউট ক্যাপ্টেন কোহলি।
নজরবন্দি ব্যুরো: ইন্দোরের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে রানের খাতা না খুলেই আউট অধিনায়ক বিরাট কোহলি। ভারতের স্কোর তখন ১০৫, ২৯.৫ ওভারে। চেতেশ্বর পূজারা ৫৪ রান করে আউট হতেই ক্রিজে নেমে পড়ে বিরাট। মাত্র ২ বল খেলে প্যাভিলিয়নের পথে হাটতে শুরু করে। আবু জায়েদের বলে এলবিডবলু হয়ে বিরাটের প্রস্থান।
ভারত ৩ উইকেট খুইয়ে তখন ১১৯, ৩১.৫ ওভারে। ক্রিজে এখন মায়াঙ্ক আগরওয়াল ১১৮ বল খেলে ৬৩, সঙ্গী হিসেবে অজিঙ্ক রাহানে ২১, ২৪ বলে। ভারত ২ রানে পিছিয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৫০ রানেই গুটিয়ে যায়। শামি ৩,অশ্বিন ২, ঈশান্ত আর উমেশ যাদব ২ উইকেট নিয়েছে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত।
ভারত ৩ উইকেট খুইয়ে তখন ১১৯, ৩১.৫ ওভারে। ক্রিজে এখন মায়াঙ্ক আগরওয়াল ১১৮ বল খেলে ৬৩, সঙ্গী হিসেবে অজিঙ্ক রাহানে ২১, ২৪ বলে। ভারত ২ রানে পিছিয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৫০ রানেই গুটিয়ে যায়। শামি ৩,অশ্বিন ২, ঈশান্ত আর উমেশ যাদব ২ উইকেট নিয়েছে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত।

No comments