Header Ads

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বড় জয় পেল এসএফআই।

নজরবন্দি ব্যুরো: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক এবং ছাত্রী কমনরুম সম্পাদক- এই ৫ পদেই বড় জয় পেল এসএফআই। সভাপতি পদে জিতেছেন মিমোসা ঘরাই, সহ সভাপতি পদে অঙ্কিতা মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক পদে সৌরেন মল্লিক, সহ সাধারণ সম্পাদক পদে দীপ্রজিত দেবনাথ ও ছাত্রী কমনরুম সম্পাদক পদে জিতেছেন শ্রুতি রায়চৌধুরী।
এছারাও এই কলেজে একক ভাবে ছাত্র সংগঠন গড়েছে এসএফআই। ১১৫টি ক্লাস রিপ্রেসেন্টেটিভ আসনের মধ্যে ভোট হয়েছে ৫৮ টি আসনে কারণ বাকি আসন গুলিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যেতে এসএফআই ও আইসি। বাকি গুলির মধ্যে ৫৮টি আসনে এসএফএই ও আইসি জিতেছে ৫২টিতে। এই ফলাফলের পর এসএফআই সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন “এটা প্রগতিশীল ছাত্র আন্দোলনের জয়। আমরা আহ্বান জানাব সমস্ত বাম ছত্র সংগঠন যেন কাঁধে কাঁধ মিলিয়ে ইউনিয়ন চালায়”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.