Header Ads

রাজ্য বিদ্যালয় ক্রীড়া নিয়ে অভিযোগ পদ্ম শিবিরের।

নজরবন্দি ব্যুরো: শীত পড়তে না পড়তেই রাজ্য বিদ্যালয় ক্রীড়া নিয়ে জলঘোলা শুরু হয়ে গেল। রাজ্যের ওয়েস্ট বেঙ্গল ট্রেন্ড টিচার এসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই রাজ্যের বিদ্যালয় ক্রীড়া নিয়ে গুরুতর অভিযোগ তুললেন। অভিযোগ, রাজ্য সরকার রাজ্যের প্রতি চক্রের জন্য একলক্ষ টাকা অনুমোদন করেছে। কিন্তু এরপরেও বিদ্যালয় শিক্ষদের কাছ থেকে মোটা অর্থের চাঁদা নেওয়া চলছে। এই বেনিয়মের প্রতিবাদ করে পিন্টু পাড়ুই বলেছেন, রাজ্য সরকার একলক্ষ টাকা অনুমোদন করেছে। কিন্তু রাজ্যের বিদ্যালয় চক্রগুলো বঞ্চিত হচ্ছে।
অনুমোদিত অর্থ যথাযথ বন্টন না হওয়ার জন্য। পিন্টু পাড়ুই গুরুতর অভিযোগ এনে বলেছেন, রাজ্য সরকারি শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয় ক্রীড়া আয়োজনের জন্য ৫০০-৮০০ টাকা চাঁদা নেওয়া হচ্ছে। সংগঠনের তরফ থেকে রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই দাবি রেখে বলেছেন, রাজ্য সরকারের অনুমোদিত একলক্ষ টাকার ৬০ শতাংশ রাজ্যের বিদ্যালয় চক্রগুলোতে বন্টনের নির্দেশিকা জারি করুক নবান্ন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই। কপিটা সম্পূর্ণ নয়। অপেক্ষা কর।
পিন্টু দাকে ফোন করে তথ্য নিতে হবে। বস্তুত রাজ্য সরকার আগেই আশ্বাস দিয়েছিল বিদ্যালয় চক্রগুলোতে ক্রীড়া আয়োজিত করার জন্য শিক্ষকদের চাঁদা দিতে হবে না। কিন্তু বাস্তবে রাজ্যের শিক্ষকদের কাছ থেকে যেভাবে ৫০০-৮০০ টাকা চাঁদা নেওয়া হচ্ছে তা তোলাবাজির নামান্তর। পিন্টু পাড়ুই জানিয়েছেন, এই বিষয় নিয়ে সংগঠন রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে রাজি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.