ভারতের বিশ্বকাপ খেলার স্বপ্ন কঠিন হয়ে গেল।
নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে ম্যাচ ড্র ১-১। পরপর তিন ম্যাচ ড্র করল সুনীল ছেত্রীরা। গ্রুপ 'ই' চার নম্বরে ইগর স্টিমাচের ছেলেরা। মন্দার রাও দেশাইয়ের দুর্বল ডিফেন্স সঙ্গে একাধিক গোলের সুযোগ পেয়েও হাতাছাড়া করার খেসারত দিতে হল ভারতকে, আফগানিস্তানের বিরুদ্ধে। ম্যাচের ৪৬ মিনিটে ডেভিড নজিমের ক্রস থেকে জেলফি নাজারির তিনকাঠি কাঁপানো শট জালে জড়াতেই ১-০ লিড নেয় আফগানিস্তান। ভারতের আশিক কুরিয়ান, সুনীল ছেত্রী, ব্রেন্ডন, উদান্তা সিং গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। আফগান গোলকিপার আজিজি দুরন্তভাবে কতকগুলো শট সেভ করে বসে।
বিরতির পরে ম্যাচ শুরু হলে ইগর স্টিমাচের বফলের পথে হেটে মন্দার রাও এর পরিবর্তে ফারুখ চৌধুরীকে মাঠে নামিয়ে দেয়। আফগানদের বিরুদ্ধে ভারতের খেলার তেজ বেড়ে যায়। গোলের সুযোগ চলে আসে। কিন্তু হাফ চান্স ফুল চান্সে পরিণত হয়না। ভারতে ম্যাচে পিছিয়ে পড়ে থাকে। ৭৬ মিনিটে প্রীতম কোটালের বদলি হিসেবে মাঠে নেমে পড়ে লেন। ভারত কর্ণার পায়। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ব্রেন্ডনের কর্ণার থেকে লেনের গোলে ভারত ম্যাচে ১-১ গোলের সমতায় ফিরে আসে।

No comments