Header Ads

আধার কার্ডের ভুল ঠিক করতে নতুন উদ্যোগ কেন্দ্রের

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রে মোদি সরকার আশার পড়ে ভোটার কার্ড এর মতো আধার কার্ড নিয়ে আসা হয় সাধারণত মানুষের পরিচয় পত্র হিসাবে। পরবর্তী সময়ে, ব্যাঙ্ক একাউন্ট, ফোন নাম্বার, ভোটার কার্ড সমস্ত কিছুর সাথে আধার কার্ডের লিংক করানো আবশ্যক বলে ঘোষণা করা হয় কেন্দ্রের পক্ষ থেকে। আধার কার্ডের কোন ভুল থাকলে তা ঠিক করাটা কঠিন, কারণ আধার নিয়ে কেন্দ্র সরকারের কঠোর নিয়ম। সাধারণত মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই কেন্দ্রের এই নতুন উদ্যোগ। এবার আধার কার্ড সম্পর্কিত নতুন উদ্যোগ কেন্দ্র সরকারের। এতে লাভবান হবে সাধারণ মানুষ। আধার কার্ডের ঠিকানা বদল নিয়ে কেন্দ্র নিয়মে কিছু বদল আনেছে।
পুর্বের কঠোর নিয়মকে বাদ দিয়ে কিছু সহজসরল নিয়ম কেন্দ্রের। জানানো হয়েছে, শুধু মাত্র স্বঘোষণার মাধ্যমেই আধার ঠিকানা বদলে যাবে। খোলা যাবে ব্যাংক একাউন্ট, নেওয়া যাবে সব রকম অর্থনৈতিক পদক্ষেপ। বুধবার কেন্দ্র সরকারের থেকে গেজেটে প্রকাশিত করে এ কথা জানান হয়েছে। আর্থিক দুর্নিতির নিয়মের সংসধোন করেই এটা সম্ভব হয়েছে। কর্মসুত্রে বাইরে থাকা ব্যক্তিদের ঠিকানা পরিবর্তন এ ভিসন সমস্যায় পড়তে হয়। ব্যাঙ্ক ও অন্যান্য কাজের ক্ষেত্রে কেওয়াইসি জমা দিতে গেলেও অনেক সমস্যায় পড়তে হয়। কেন্দ্রের এই সিদ্ধান্ত এবং আধার কার্ডের এই পরিবর্তন আমজানতার মধ্যে সস্তি এনেছে। আধার কার্ড ও প্যান কার্ডে ভুল ঠিক করাতে আর কোন ঝামেলা পহাতে হবে না।
আধার কার্ডের ও প্যান কার্ডে ভুল খুব সহজেই ঠিক হবে একটি নতুন ওয়েবসাইট এর সাহায্যে। দুটি নতুন হাইপারলিংক যুক্ত করা হয়েছে ওয়েবসাইটে। যেখানে বলা হয়েছে, “লিংক টু কারেক্ট কমেন্ট” করতে। ওই লিংকটির মাধ্যমে সংসধন হবে আধার ও প্যান এর ভুল। দুটি লিংকের মধ্যে একটি আধারের জন্য আর অপর টা প্যান এর জন্য। এবার কম্পিউটারের সাহায্যে আধার ও প্যান কার্ডের ভুল ঠিক করেনিতে পারেন আপনি নিজেই।

6 comments:

Theme images by lishenjun. Powered by Blogger.