নিখোঁজ গৌতম গম্ভীর!!!
কিছুদিন আগে প্রাক্তন ক্রিকেটার স্যোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন, সেই ছবিতে তাকে জিলিপি খেতে দেখা যায় আর সেই নিয়ে স্যোশাল মিডিয়ায় শোরগোল শুরু হয়। এবং রিতিমত এলাকায় তার নিখোঁজের পোষ্টার ও লাগানো হয়। গোটা দিল্লি যখন তাকে খুজতে ব্যস্ত ঠিক তখনই ইন্দো স্টেডিয়ামে জিলিপি খেতে তাকে দেখা যায়। তবে কী তাহলে এই পোষ্টার লাগানো হয়েছে সংসদীয় বৈঠকে উপস্থিত না হওয়ার জন্য?
গম্ভীর ,যদিও এই বিষয়টি নিয়ে এখনও কোন মুখ খোলেননি।
কোন মন্তব্য নেই