মুম্বই পাশ, কলকাতা ডাহা ফেল। শহরের পানীয় জল কি আদৌ নিরাপদ?
নজরবন্দি ব্যুরো: দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মুম্বই, কলকাতা, দিল্লি, চেন্নাই সহ একাধিক শহরে পানীয় জলের মান যাচাই করেছে বিআইএস। সমীক্ষায় মুম্বই পাশ করলেও ফেল করেছে কলকাতা। কলকাতার মতো চেন্নাই এর অবস্থাও করুণ। বিআইএস ১১ টি মাণদন্ডের নিরিখে পানীয় জলের পরীক্ষা করেছে। ১০ স্যাম্পেল টেস্টে ডাহা ফেল করে বসে আছে কলকাতা। আর মুম্বই ১১ স্যাম্পেল টেস্টে পাশ করে 'গুড বয়'। এই সমীক্ষা রিপোর্টের কথা প্রকাশ করেছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের মন্ত্রী রামবিলাস পাসোয়ান। বিআইএস প্রথম পর্বে দেশের রাজধানী দিল্লির পানীয় জলের নমুনা পরীক্ষা করে জানিয়েছে, কোনভাবেই দিল্লির পানীয় জল পানের যোগ্য নয়। ১১ টি গুণমান যাচাই এর পরীক্ষা নিরীক্ষাতে দিল্লির হতাশাজনক পারফর্মেন্স সমীক্ষায় উঠে এসেছে। চেন্নাই, কলকাতার মতো মেট্রোপলিটন শহর ১১ স্যাম্পেল পরীক্ষায় ১০ টিতে ফেল করে রয়েছে। এরই সঙ্গে রয়েছে ১৭ রাজ্যের রাজধানী শহর। দ্বিতীয় পর্বের পানীয় জলের সমীক্ষাতেও বাণিজ্য নগরী মুম্বই ১১ স্যাম্পেল টেস্টের পরীক্ষায় পাশ করেছে। ২০ শহরে এই সমীক্ষা চালানো হয়েছিল। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক দফতর ইতিমধ্যেই বিআইএসের পানীয় জলের পরীক্ষা নিরীক্ষায় ফেল করে যাওয়া রাজ্য সরকারগুলোকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে পানীয় জলের মান দ্রুত উন্নত করার জন্য। চণ্ডীগড়, গুয়াহাটি, বেঙ্গালুরু অনেক শহরেই পানীয় জলের গুণগত মাণ বিআইএসের স্যাম্পেল পরীক্ষায় পাশ করতে পারেনি। বিআইএসের পানীয় জলের সমীক্ষায় চেন্নাই এর মতো কলকাতার পানীয় জলে দুর্গন্ধ, ক্লোরাইড, বোরন, অয়্যামোনিয়া, কলিফর্মের মতো একাধিক রাসায়নিক উপাদান পাওয়া গিয়েছে। তৃতীয় পর্বে বিআইএস সমীক্ষা চালাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে। বিআইএসের অধিকর্তা প্রমোদ কুমার তিওয়ারি জানিয়েছেন, বিভিন্ন শহরের পানীয় জল কতটা পানযোগ্য জানা যাবে ২০২০সালের ১৫ জানুয়ারির মধ্যে।
কোন মন্তব্য নেই