ধর্ষণ পুরুষাঙ্গের ন্যাড়া মাথায় মুকুট পরানোর আরেক নাম:তসলিমা।
নজরবন্দি ব্যুরো: ধর্ষণ, সঙ্গে পিতৃতান্ত্রিকতার যোগ রয়েছে। বিতর্কিত বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন এমনটাই মনে করেন। ভারত থেকে নির্বাসিত। কিন্তু এতকিছুর পরেও ক্ষুরধার লেখনির জোরে ঝড় তুলে চলেছেন। সম্প্রতি লেখিকা তসলিমা নাসরিন নিজের ফেসবুক ওয়ালে ধর্ষণ, সঙ্গে পিতৃতান্ত্রিকতার যোগ নিয়ে একটি লেখা পোস্ট করেছেন। ভাইরাল হওয়া ওই লেখাটি হল এইরকম,"ধর্ষনের সঙ্গে যৌন সঙ্গমের সম্পর্ক আছে। কিন্তু ধর্ষণ মানেই যৌন সঙ্গিম নয়। অধিকাংশ ধর্ষক যৌন ক্ষুধা মেটানোর জন্য ধর্ষণ করে না। প্রায় সব ধর্ষকেরই স্থায়ী যৌনসঙ্গী আছে। ধর্ষণ নিতান্তই পেশির জোর, পুরুষের জোর। মোদ্দা কথা, পিতৃতান্ত্রিক সমাজের পরম পূজনীয় পুরুষাঙ্গের ন্যাড়া মাথায় মুকুট পরানো না বিজয় নিশান ওড়ানোর আরেক নাম ধর্ষণ"। নিজের ফেসবুক ওয়ালে লেখিকা তসলিমা নাসরিন আসলে বলতে চেয়েছেন, অধিকাংশ ধর্ষক শুধু যৌন খিদে মেটাতে নয়, পেশির জোরে পুরুষতন্ত্রের বড়াই প্রতিষ্ঠিত করার জন্য ধর্ষণ করে। ইতিমধ্যেই এই নিয়েই সোশ্যাল মিডিয়াতে হইচই শুরু হয়ে গিয়েছে।

No comments