Header Ads

ইতিহাসে কোহলির বিরাট ইনিংস; ভারত এগিয়ে ২৩০ রানে।

নজরবন্দি ব্যুরো: ১৯৪ বলে ১৩৬ রানের দুরন্ত ইনিংস বিরাটের ব্যাট থেকে এলো ঐতিহাসিক গোলাপি টেস্টে। দিন রাতের গোলাপি টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ ব্রেকের আগেই সেঞ্চুরি এসেছিল বিরাট ব্যাট থেকে। ১৬০ বল খেলে এসেছিল শতরান। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে গোলাপি বলে দিন রাতের টেস্টে শতরান করে নজির গড়ে তুলেছিলেন।
উচ্ছ্বাসে ফেটে পড়েছিল ইডেন গার্ডেনে ম্যাচ দেখতে আসা দর্শকেরা। কেননা প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচে বিরাটের সেঞ্চুরি দেখতে পাওয়া বিশাল পাওনা দর্শকদের কাছে, পয়সা উসুল। বিরাট থামলেন ১৩৬ রান করে। ইবাদত হোসেনের বলে তাজমূল ইসলামের হাতে ক্যাচ দিয়ে। বিরাট আউট হতেই ক্ষণিকের জন্য মুশড়ে পড়লো ইডেনের দর্শকেরা।

ক্ষণিকের ধাক্কা সামলে দর্শকেরাও প্যাভিলিয়নের পথে পা বাড়ানো বিরাটকে দিলেন বিরাট সংবর্ধনা ইডেন গার্ডেনের কায়দায়। ভারত তখন ৬ উইকেটের বিনিময়ে ৩০৮ রান। ভারতের স্কোর এখন ৩৩৬ রান, ৯ উইকেট খুইয়ে। ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান সাহা ১৬ এবং মহম্মদ সামি রানের খাতা না খুলে। ভারতের লিড ২৩০।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.