মুকুলের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রাক্তন বিধায়কের।
নজরবন্দি ব্যুরো: তৃণমূল শিবির থেকে পদ্ম শিবিরে নাম লিখিয়ে ফেলেছেন রাজারহাট- নিউটাউনের দুবারের বিধায়ক সব্যসাচী দত্ত। সৌজন্যে বিজেপি নেতা মুকুল রায়। মাঝের সময়ে প্রকাশ্যে আসছিল না রাজ্যের গেরুয়া শিবিরের নেতা মুকুল রায়ের সঙ্গে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের যোগাযোগের বিষয়টি। কিন্তু এবার ঘাসফুল শিবিরের গাজোলের প্রাক্তন বিধায়ক সুশীল রায়ের সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই হইচই শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তাহলে এবার কি তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুশীল রায়ও গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন। যদিও প্রাক্তন বিধায়ক সুশীল রায় বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে দেখা করার বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন।
সুশীল রায়ের কথায়, এক হোটেলে মুকুল রায়ের সঙ্গে তার দেখা হয়েছিল। এটি একটি সৌজন্য সাক্ষাৎ। রাজনৈতিক বিষয় নিয়ে কোন আলোচনা হয়নি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুশীল রায় যতই দাবি করুন না কেন মুকুল রায়ের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন, ঘাসফুল শিবিরে কিন্তু এই সাক্ষাৎ ঘিরে কম্পন দেখা দিয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুশীল রায়ের দাবি, এটা একটা চক্রান্ত তার বিরুদ্ধে। বর্তমান বিধায়ক দীপালি বিশ্বাস এবং তার স্বামী রঞ্জিত বিশ্বাস তাকে বদনাম করার জন্য ওই ভিডিও ভাইরাল করেছে। এদিকে বিধায়ক দীপালি বিশ্বাসের স্বামী তথা তৃণমূল নেতা রঞ্জিত বিশ্বাসের দাবি, সুশীল রায়ের কিছু বক্তব্য থাকলে দলের অন্দরে বলতে পারতেন। উনি তা না করে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন। এটা দলীয় শৃঙ্খলার বিরোধী আচরণ।
এই প্রসঙ্গে বিজেপির মালদা জেলার সহ সভাপতি অজয় গাঙ্গুলি জানিয়েছেন, সুশীল রায় সহ তৃণমূলের অনেক নেতাই যোগাযোগে রয়েছে। বিজেপিতে যোগদান এখন শুধুই সময়ের অপেক্ষা। এদিকে মালদা জেলার তৃণমূল সাধারণ সম্পাদক শুভময় বসু সুশীল রায়ের বিজেপিতে যোগদানের বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেছেন, দলের নেতৃত্বদের বিরুদ্ধে সংবাদমাধ্যমে মুখ খুলে দল বিরোধী কাজ করা হয়েছে। জেলার শীর্ষ নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখছে। মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফরের পর ইংরেজবাজার ঘুরে গাজোলেও রাজ্যের শাসক শিবিরের গোষ্ঠী কোন্দল অব্যাহত। এই অবস্থায় দলীয় গোষ্ঠী কোন্দলে তালা ঝুলিয়ে মালদা জেলা জুড়ে ঘাসফুল শিবিরের ঐক্য বজায় রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ তৃণমূল থিঙ্ক ট্যাঙ্কের কাছে।
সুশীল রায়ের কথায়, এক হোটেলে মুকুল রায়ের সঙ্গে তার দেখা হয়েছিল। এটি একটি সৌজন্য সাক্ষাৎ। রাজনৈতিক বিষয় নিয়ে কোন আলোচনা হয়নি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুশীল রায় যতই দাবি করুন না কেন মুকুল রায়ের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন, ঘাসফুল শিবিরে কিন্তু এই সাক্ষাৎ ঘিরে কম্পন দেখা দিয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুশীল রায়ের দাবি, এটা একটা চক্রান্ত তার বিরুদ্ধে। বর্তমান বিধায়ক দীপালি বিশ্বাস এবং তার স্বামী রঞ্জিত বিশ্বাস তাকে বদনাম করার জন্য ওই ভিডিও ভাইরাল করেছে। এদিকে বিধায়ক দীপালি বিশ্বাসের স্বামী তথা তৃণমূল নেতা রঞ্জিত বিশ্বাসের দাবি, সুশীল রায়ের কিছু বক্তব্য থাকলে দলের অন্দরে বলতে পারতেন। উনি তা না করে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন। এটা দলীয় শৃঙ্খলার বিরোধী আচরণ।

No comments